Ratan Ali

আমাদের খবরে
কবিতাকার

মুঘল মেঘ সাঁতারে শূন্য দৃষ্টির সবটুকু
বাঙালির বুক কেড়ে নিয়েছে
যেন ধূসর দুরন্ত বিশ্বায়ন।
মেঘের মাতব্বরিতে আকাশ আহত হয়ে
পড়ে আছে কোন হাসপাতালে, কে জানে?
খোঁজ নেই কারোরই কাছে,থাকবে কীভাবে–
মেঘ যেন বিশ্বনেতা হয়ে উঠেছে ইদানীং?
কবর-কফিনে ঢাকা পড়েছে আকাশের নীল লাশ!
কলম মগজ থেকে সব স্বত্ব
শূন্য করে নিতে চায় বণিকের মতো।
সর্বগ্রাসী রানি জলবায়ুর মতো জাপটে ধরেছে সব
তার আসাযাওয়া কুড়িয়ে খাচ্ছে
বোধশূন্য সাংবাদিকের শব্দ-স্বাধীনতা।
আমার তো মগজই ছিল না,
এখন দৃষ্টিতে কোন দখলদার দিয়েছে দোকান?
জরিনার মায়ের চোখে প্রশান্ত মহাসাগরের জোয়ার
তার বুকের ভূঁইয়ার রক্তে এখন–
রাস্তা নদী,গাড়িরা সাঁতার জানে না
তাই থমকে আছে, আইনের আঙুলে চড়তে চায়,
দুই তীরে জমে আছে দর্শক
তাদের মুখে তির্যক তীক্ষ্ণ তির
ধনুকের জ্যায়ে এখনো ঝুলে আছে।
জরিনার ছোট চোখেও জলোচ্ছ্বাস
পনেরশ কোটি আঁখি আহত করে
আসতে হবে তাদেরকে আমাদের খবরে!

Leave a Reply