শেখ রাসেল
রেজাউল করিম রোমেল
কি অপরাধ ছিল
ছোট্ট শিশু শেখ রাসেলের,
বয়স ছিল আট কি নয়
কি ক্ষতি করেছিল তোমাদের?
সে বেঁচে থাকলে আজ কাজ করতো
জন মানুষের কল্যাণে,
তোমাদের এই জঘণ্য কাজে
ইতিহাস ক্ষমা করবে কেমনে?
পঁচাত্তরের পনেরই আগষ্ট
কেউ ভুলিনি আজও ভুলবো না,
শাস্তি তোমাদের পেতেই হবে
ক্ষমা তোমরা পাবে না।
রেজাউল করিম রোমেল
চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনি
যশোর, বাংলাদেশ।
মোবাইল-০১৭৬০-৮১৩৪৮৪।

বঙ্গবন্ধু
রেজাউল করিম রোমেল
বঙ্গবন্ধু তুমি চির আমলান,
শেখ মুজিবুর রহমান।
তোমার কথা ভুলিনি আমরা
চির স্বরনীয় তুমি মহান।
তুমি মহান, মহামানব,
জাতির শ্রেষ্ঠ সন্তান।
তোমার জন্য পেয়েছি আমরা
বিশ্বের শ্রেষ্ঠ সন্মান।
তোমার জন্য পেয়েছি আমরা
একটি স্বাধীন বাংলাদেশ,
বিশ্বের বুকে মাথা উঁচু করে
আমার সোনার দেশ।
রেজাউল করিম রোমেল।
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি,
যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪।