যদি ভালোবাসো
রণেশ রায়
.
.
যদি আমার চমকে ভোল
আমার রূপে তোমার ভালোবাসা
তবে যে আমাকে নয়
ভালোবাসো আমার শরীরের ভাষা I
যদি তুমি ভালোবাসো আমায়
তোমার প্রেম কথার ঝলক
জেনো সে প্রেম ধুলায় লুটায়
কথার চমকে সে প্রেম বিদ্ধ I
যদি মেনে নিতে না পার আমায়
আমার ভুলকে ভুল বলে না ক্ষম
ব্যর্থ তোমার প্রেম
ভালোবেসো না আমায় কখনও I
যদি আবেগ খুঁজে পায় তোমার ভাবনা
তোমার প্রেম ফুল হয়ে ফোটে চেতনায়
ভাবনা খুঁজে পায় কথা
তোমায় আমি খুঁজে পাই কবিতায়
নিরসন হয় আমার ব্যথা
বাঁচি আমি তোমার ভালোবাসায় I