শ্রদ্ধা ও ভালোবাসা
বড় ভালোবাসা
রূপক কুমার রক্ষিত
এক বুক অভিমান, নিসঙ্গতা
নিঃশব্দে জমেছে ধীরে,
তারপর নীরব প্রস্থান
একেবারে পরপারে।
কারণ, প্রেমহীন একাকীত্ব
ফিকে হয়ে আসা,
বিচ্ছেদের কাছে হেরে যাওয়া
জীবনের ভালোবাসা।
বড় ভালোবাসা, বড় ভরসা
বড় বিশ্বাসে পথ চলা,
সুখ অন্তরে, সুখ সংসারে
সুখের স্বপ্নের শুধু দোলা।
অকস্মাৎ একদিন মোহে,স্বপ্নভঙ্গ
নির্বিকার আশাহত,
চেয়ে দেখা পলকে,যন্ত্রণার
সুতীব্র মহড়া অবিরত।
ছলনার আলপনায়, নিসংকোচে যবে
ভালোবাসা রং বদলায়,
লজ্জার আবরণ ছিন্ন করে, নগ্নতায়
শূণ্যতা হাবুডুবু খায়।
অভিযোগ নেই একদম, অভিযোগ
তোলা ভারী অন্যায়,
পরম বিশ্বাস ভেঙ্গে যায়, যাবে,
ভ্রূক্ষেপ মিছে, মন- যাতনায়।