Sablu Shahabuddin

মৃত্যুর ডাক নাম স্বাধীনতা
শাবলু শাহাবউদ্দিন

মৃত্যু এক ভয়ানক দুর্ভিক্ষ
যা সঞ্চালিত করে হৃদয়ে ভয়
স্বাধীনতা হরণ যদি করতে হয়
মৃত্যু নামক রক্তাক্ত করো কিছু অঙ্গ
এই তত্ত্ব দিবে তোমাকে রাজত্ব ।

রাজ্যের রাজত্ব, দাস প্রথার বিলুপ্ত
করতে যদি হয়; মৃত্যুর কাছে
মাথা না করো আর পরাজয়
মৃত্যুর ডাক নাম স্বাধীনতা;
এ কথা যেন ভুল বার নয়।

মৃত্যুই কেবল পারে
শোষণ, শাসন, স্বাধীনতা দিতে
কিংবা দাস রূপে জীবন কাটাতে;
মনে রেখো,
মৃত্যুর ডাক নাম স্বাধীনতা ।

শাবলু শাহাবউদ্দিন
কবি ও গল্পকার
পাবনা বাংলাদেশ।

This Post Has One Comment

  1. হামিদুল ইসলাম।

    সত‍্যিই এতো সুন্দর কবিতা বোধহয় আর হয় না। কায়াতে বর্ণনাতীত বিস্ফোরণ। লেখার জৌলুসে প্রাণবন্ত প্রতিটি চরণ। ভালো লাগে বরাবর। ধন্যবাদ।

Leave a Reply