Sandip Ghosal

sandip ghosal

নারী


সন্দীপ ঘোষাল

পেটে সন্তান উপচে অনটন
পান্তা ভাতে রোগ দখলের জমি ।
সম্বৎসরের লজ্জা শিহরণ
দুবেলা দুমুঠো চাইতে শুধু তুমি ।
#
রুখাশুখা হাড়জিরজিরে অতীত
আকাল তবু স্বামীর পীড়িত কড়া ।
শ্বাশুড়ি ননদের কটুকাব্যের ভীত
পোয়াতি বৌয়ের কান্না দিশেহারা ।।

 sandip ghosal


আকাশমণি ছায়ায় ঘাসের ডগা


সন্দীপ ঘোষাল।

আকাশমণি ছায়ায় ঘাসের ডগা
ঝাঁকড়া ডালে সূর্য্যি থমথমে ।
থমথমে বুক ছমছমে আধশোয়া
দুঃখগুলো শিকড় অবধি নামে ।
#
আমগাছটার ডালে ডালে ফল
কচি মুখে চোখের ঝিলিক দ্যাখে ।
কুটুম বাড়ি আজ সে অন্য দল
গিন্নি খোকা ‘ বিষ্ঠা ‘ গায়ে মাখে ।
#
মাটির জীবন আমরা ওরা ভাগ
ক্ষিদের পেটে নিশান ভিন্ন ছিন্ন ।
অবিশ্বাসী অপচয়ের দাগ
জুটলো নাতো দুইমুঠো সে অন্ন ।।

Leave a Reply