Sankar Brahma

শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ
নবম পর্ব (আমার ভিতরে আমি)

নির্বাচিত একডজন কবিতা
শংকর_ব্রহ্ম

১).

আমার ভিতরে আমি
শংকর_ব্রহ্ম

আমার ভিতরে আমি
ক্রমাগত নেমে যেতে থাকি
দেখি,গভীরে আমার তীব্র জ্বালা , দগ্ধ দহন
বুকের ভিতর এক নদী জল,
শোকের ছায়ায় এক নিমেষে ব্যথার কাহন
তোমার প্রেমের সবটাই ছল?

মনের ভিতর চৈত্র শেষের শূন্যতা আজ
বুকের গভীরে আনমনা করা মেঘলা আকাশ,
হঠাৎ কেন যে নেমে আসে, দেখি বিদ্যুৎ বাজ
ছলনা তোমার দারুণ , সাবাস।

ভিতরে আমার একটি হৃদয়
পুড়ে যেতে থাকে
গভীরে আমার আর এক হৃদয়
চুপ করে দেখে।

এতদিনে যেন মানুষটি শোকে
পাথর হয়েছে,
গভীরে আমার অন্য মানুষ
জ্বলছে,পুড়ছে।

I_am_inside_myself

I am inside me
I am going down deep
See, deep down my intense burning, burning burning
A river of water inside the chest,
Anecdote of pain in an instant in the shadow of mourning
All your love tricks?

The emptiness of the end of the last month of the year inside the mind today
Cloudy skies deep in the chest,
Suddenly that comes down, I see lightning
Your deception is great, well done.

Inside is a heart of mine
Tends to burn
And my another heart in deep
Silently watching.

So long as the man is in mourning
became Stoned,
Deeply my other part of life
Burning, burning.

২).

কেমন করে ভুলি

শংকর_ব্রহ্ম

চিত্ত থেকে বিত্ত সরাও বলেছিলাম সেই কবে
তাহলেই তো পৌঁছে যেতে তোমার প্রিয় বৈভবে,
ডিম ফুটে যে বেরিয়ে ছিলে,মনে পড়ে সেই কবে
এখন কি আর ফিরতে পার,ইচ্ছে মতো শৈশবে?
বিত্ত থেকে চিত্ত সরাও,বলে ছিলাম সেই কবে।
জীবন অনিত্য তাই নিত্য বেঁচে থাকি
দৈনন্দিন কাজে আমি দিই না তো ফাঁকি।
কষ্টের দিন তো আছেই
তার মাঝে থাকে আরও কত দ্রোহ
তবুও সুখের কিছু মোহ
আনন্দের আশ্চর্য রাতগুলি,বল তো কেমন করে ভুলি?

How_can_I_forget

When I said to remove wealth from your mind
Only then will you reach your beloved glory,
I remember when you were born hatching from the egg
Can you go back to your childhood as you wish?
Move your mind away from wealth, I used to say that time.
Life is eternal so live forever
I don’t give up on daily work.
There are days of trouble
More there is the rebellion of life
Yet some illusions of happiness
Wonderful nights of joy, how can I forget?

৩).

অনন্য_আক্ষেপ

জীবনে পাইনি আমি অনেক কিছুই
সেজন্য মোটেও আক্ষেপ করি না ,
আক্ষেপ করি যারা মৌলিক অধিকারটুকু
পাচ্ছেন না এখনও তাদের জন্য।

যদিও জানি,আমাদের মহান দেশের
মহান সংবিধান অনন্য
কিন্তু সরকার বাহাদুর
কতটুকু করছেন তাদের জন্য?

The_unique_regret

I didn’t get much in life
I don’t regret it at all.
I regret for them
Who didn’t get the basic rights yet.

Although I know, our great country
The Great Constitution is unique
But the government-leaders
What they are doing for them?

৪).

বানপ্রস্থ

শংকর_ব্রহ্ম

ষাট পেরিয়েছে বন্ধু আমার?
তবে চল যাই বনে,
বহুকাল ছিল সংসার প্রিয় এবার না হয়
কাটুক সময় বনের গহনে ঘন নির্জনে।

এতকাল গেছে জড়িয়ে মায়ায়
বাকিটা সময় না হয় কাটবে বৃক্ষ ছায়ায়
আজও যদি কেউ বাড়ি গাড়ী চায়
তোমার কি তাতে?
মাধুকরী করে যদি দিন যায় নুন আর ভাতে।

আনমনে হাঁটি একা বন পথে
না হয় হারাই ঘন নির্জনে চলো,চলে যাই বনে।

এই কথা শুনে শেষে, বলল বন্ধু হেসে
একান্ত ভালবেসে
বন কোথা পাবে বলো?বন নেই আর বনে ,
বন কেটে সব বসতি গড়েছে জোড়ে
বনের পশুরা দেখ আজ সব শহরেই বাস করে।

The_third_stage_of_life

Sixty is over My friend? but let’s go to the forest,

For a long time,the favorite was the family
Now the time will passes,in the dense solitude in the depths of the forest.
These much days passed family with the affection of
The rest of the time will spent either in the shade of a tree,
Even today, if someone wants a car house, what’s of you?
If the day goes by salt and rice begging alm

Walking alone in the forest
Or let’s go to at the lost solitude, let’s go to the forest.

When my friend heard this, he laughed and said that.
Tell me where to find the forest? There is no forest anymore
Forests have been cut down and all settlements have been built in pairs;
See the beasts of the forest will live in all the cities today and tomorrow.

৫).

আনন্দের_দিন

শংকর_ব্রহ্ম

স্কুলের সেই দিলগুলি হারিয়ে গেল কোথায়
ভাবলে পড়ে করে ওঠে যে মনটা হায় হায়।
টিফিন হলে আম বাগানের আম পেরে এনে
নুন মেখে সাবড়ে দিতাম বন্ধুরা তিনজনে।
লাট্টু,গুলি নিয়ে নিজেদের মধ্যে রাগ হতো
আর তা সময় মতো অনায়াসে মিটে যেতো।
হজমি-গুলি,আইসক্রীম প্রিয় খাদ্য ছিলো
সেসব সুখের দিনগুলি সময় কেড়ে নিলো।

The_day_of_happyness

Where did lost those school days?
Thinking about it, the mind upset alas!
From the mango garden we used to brougt mangoes in tiffinperiod
We the three friends ate those mangoes
After sprinkled salt over the mangoes
We used to get angry with each other over lattu, bullets
And was ieasily resolved at a time.
Hojmi-goli, ice cream was favorite food
Time went on stealing those happy days.

৬).

অলৌকিক_লীন

শংকর_ব্রহ্ম

তোমার তুলনা তুমি আর কেউ নয়

তোমাকে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়
নিজেকে সাজাবে তুমি কত রূপে কত যে বিভায়?
ভিতরে যে ধার আছে তার ভার সহ্য করা দায়।
নিজেকে চেনাবে তুমি কত রূপে কত যে রেখায়?
ভিতরে যে গুণ আছে সে আগুনে দ্বিধা পুড়ে যায়।

নিজেকে লুকোবে তুমি কোন আঁধারে কোন সে গুহায় ?
ভিতরে যে জ্যোৎস্নালোক সে আলোকে সব কিছু উদ্ভাসিত হায়।
নিজেকে জানাবে তুমি কোন সুরে কোন সে ভাষায় ?
তোমার ভিতরে গান অলৌকিক লীন, বেজে যায়।

The_miraculous_mixing

Youre compare are only you
I have not seen you before, so I have broken my heart in anger
How many ways do you decorate yourself?
It is the responsibility to bear the burden of the sharpness that is inside.
How Many styles and shapes of you do we have to know ourself?
The quality that is inside you which burnt my hegitation by the fire.

Will you hide yourself in a dark cave?
Everything is revealed by the moonlight that shines within.
Will you tell yourself in which language and tune?
The song inside you, the miraculously mixing, sangs.

৭).

মনের_অসুখ

শংকর_ব্রহ্ম

নিয়মের দাঁত আছে,
সেই সব দাঁতগুলি তুলে ফেলে দিয়ে,
মাধুর্যের বৈধ উপহার
কার হাতে তুলে দিয়ে যাব আছি সেই প্রতীক্ষায়,
আমার কি দায় আছে কোন প্রতীক্ষায় থাকা?

সারারাত আঠা হয়ে গাঢ় ঘুমে ,
আকাশের চাঁদ যদি নিদ্রা জুড়ে
নেমে এসে পাশে বসে কিংবা জড়ায়,
কি বলার আছে তবে, কি-ই বা করার?
বিনিদ্র কাটে রাত যার।
নিয়মের আক্কেল দাঁতগুলো ফেলে দিয়ে তুলে,
বাধানো দাঁতের খেলা শুরু হলে পরে
সহসাই মেঘ জমে চরাচরে ,
গুরু গুরু ডাক শুরু করে
হিম সুখে ভেসে যায় অকস্মাৎ বুক
সেরে যায় জমে থাকা মনের অসুখ।

The_Illness_of_the_mind

The rules have teeth,
By removing those teeth,
A legitimate gift of sweetness
Waiting for someone to whom handover,
Do I have any obligation to wait?

Sleeping tight all night,
If the moon come down from the sky covers sleep
Comes down and sits next to me or hug,
What to say, but what to do?
Who spends the night sleepless.
The teeth of the law, by removing those
After binding the artificial tooth by removing the decay tooth game starts
Suddenly the clouds froze all over,
Started rumbling calling
The ice-happyness suddenly floats
The frozen mental illness is cured.

৮).

বাতাসে শীতের টান

শংকর_ব্রহ্ম

বাতাসে শীতের টান এসেছে ফিরে,
অভিমান থাকবে তবু তোমাকে ঘিরে?
কথারা মুক্তি খোঁজে ছন্দে সুরে,
তবু কি রাখবে তুমি আমাকে দূরে?

শূন্যের পাশে যদি এক এসে বসে,
শূন্য তবে তার মান পায় শেষে
তারপর?
এক যদি পাশ থেকে সরে যায় দূরে,
শূন্য তবে অর্থহীন হয়ে, খসে পড়ে।

তুমি কি জান না, কি ভাবে গন্ধ এসে,
অভিমান ভুলে, ফুলে জুড়ে বসে
গন্ধ যদি ঝরে যায় তবে
ফুল পড়ে খসে।

বাতাসে হীমের স্বাদ এসেছে ফিরে,
তুমি কি রাখবে শুধু নিজেকে দূরে
আমাকে তুচ্ছ আর
একেবারে অর্থহীন করে ?

The_winter_returned_in
_the_wind

The winter is back in the air,
Does the pride will around you?
The words seek liberation in rhythm,
Yet will you keep me away?

If digit one comes and sits next to zero,
Zero but gets its value at the end
Then?
If the one digit moves away from the side,
Zero becames meaningless,

Don’t you know?
Smells forgetting arrogance, sitting across the swell
If the smell drops
The flowers fall.

The taste of frost in the air came back,
Will you just keep yourself away
Will you make me meaningless
And absolutely insignificant?

৯).

হিংস্রতা

শংকর_ব্রহ্ম

এক)

হিংস্রতা এসেছে মনে,তাকে খাঁটি দুধ কলা দাও ,
ছোবল মারলে পরে অকস্মাৎ,বিষে নীল হও।

দুই).

জহ্লাদ এসেছে ঘরে তাকে বড় পিঁড়িটাই দাও
রাম দা থাকলে ঘরে ভাল করে ধার দিয়ে নাও,
তারপর পিঁড়ি কেড়ে নিয়ে তার
দেরী না করেই লাথি মেরে মাটিতে নামাও।

The_violence

One).

I think violence has come, give him pure milk banana,
If you have bitten, then suddenly, turn blue with poison.

Two).

The extortioner has come to the house,
Give him a big low wooden seat
If you have big knife, sharp it well at home,
Then you without delay
Kick the extortioner being fall on the ground.


১০).

শিক্ষক

শংকর_ব্রহ্ম

শুধুমাত্র নিজের স্বার্থের জন্য
যারা শিক্ষাকে করেছে পণ্য
মেকি বুর্জোয়া শিক্ষাবিদ ভন্ড
তারা মনেকরে নিজেকে ধন্য
তারাই যে জাতির মেরুদন্ড
শিক্ষক আজ তুচ্ছ ও নগন্য।

The_teacher

Only for self interest
Those who have made education a commodity
Makey bourgeois academic hypocrites
They consider themselves blessed
They are the backbone of the nation
Teachers today are trivial and insignificant.

১১).

রঙ

শংকর_ব্রহ্ম

সাদা রঙ কাল হলে
মন্দ কি বল না?
কালকেই সাদা ভেবে
মেনে নিয়ে চল না,
রঙ ধুয়ে জল খাবে
তাই যদি ভেবে নাও
খাঁটিদুধ ভেবে নিয়ে
চালধোয়া জল খাও।

The_color

If the white color is black
Don’t you say evil?
Thinking the black as white
Go ahead.

Will you drink the water washing off the color
If you think so?
Considering the pure milk
Kindly eat the rice wash water.

১২).

মনে পড়ে যায়

শংকর_ব্রহ্ম

কিছুই যায় না ভোলা,সবকিছু পড়ে যায় মনে
আজ যে থুড়থুড়ে বুড়ি একদিন সে-ও ছিল কনে।

যায় না কিছুই ভোলা,থেকে যায় সবকিছু মনে
কেবল তোমার কথা মনে পড়ে শুধু ক্ষণে ক্ষণে।

কিছুই যায় না ভোলা, সবকিছু পড়ে যায় মনে
প্রাসাদ নগরী এই, একদিন ঢাকা ছিল বনে।

যায় না কিছুই ভোলা,থেকে যায় সবকিছু মনে,
আপসোসে মরে জনগণে লুঠেরা বসিয়ে সিংহাসনে।

কিছুই যায় না ভোলা,সবকিছু পড়ে যায় মনে
লুম্পেন লুঠেরা সব এ’দেশে এসেছিল ভাগ্য অন্বেষণে।

যায় না কিছুই ভোলা,থেকে যায় সবকিছু মনে
কেবল তোমার কথা মনে পড়ে যায় ক্ষণে ক্ষণে।

The_mind_remembered

Nothing can be forgotten, everything is remembered
Today, the old woman who is shaking was once a bride.

Nothing can be forgotten, everything remains in the mind
I only remember you every now and then.

Nothing can be forgotten, everything is remembered
This palace city was once covered in forest.

Nothing can be forgotten, everything remains in the mind,
The peoples died with apsos and put looters on the throne.

Nothing can be forgotten, everything is remembered
Lumpen robbers all came to this country in search of fortune.

Nothing can be forgotten, everything remains in the mind
I only remember you every now and then.

Leave a Reply