Sankar Brahma

শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ
দশম পর্ব ( কবিতার উপহাসে )

নির্বাচিত একডজন কবিতা
শংকর ব্রহ্ম

১).

কবিতার উপহাসে
শংকর ব্রহ্ম

ঘুম থেকে উঠে সকালটা কাটে
টাকা টাকা করে মন
সন্ধ্যায় খুব ফাঁকা ফাঁকা লাগে ,
লাগে খুব নির্জন
দুপুর বেলায় আসে যদি ভুলে
কখনও সে প্রিয়জন
বিষাদে ও সুখে কেটে যায় কিছুক্ষণ।

বিকালবেলায় বসে একা একা ভাবি
হাতে তো আমার নেই স্বপ্নের চাবী,
রাত্রিবেলায় স্বপ্নেরা যদি আসে
আমি যে তখন দিশেহারা থাকি
থাকি না তাদের পাশে,
জীবন যখন মাখামাখি হয়ে
কবিতার উপহাসে
সারদিন কাটে মাথা নীচু করে
মুখ দিয়ে শুধু ঘাসে।

In mockery of poetry

I wake up and spend the morning
I think about only money money and money
The evening feels very empty.
It seems very lonely
If she comes at noon fogetly
Someone who is loved by me
The moment passes in sadness and happiness.

I sit and think alone in the afternoon
I don’t have the key of my dreams in hand,
If dreams come at night
I am confused then
I don’t stay with them.
When life turns mixing
In mockery of poetry
All the day I stay my head down
By mouth only in the grass.

২).

ব্যক্তিগত অনুভব
শংকর ব্রহ্ম

তোমার একটু ছোঁয়া আমায় জাগায়
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
বসন্তেের অনুরাগে
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমায়?

এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না আর,
কারণ, তুমি তো জান না এতসব,
এইসব অনুভব একান্ত আমার।

Personal feeling

Your little touch wakes me up
The melody of Azan sounds inside me,
Suddenly awakens youth,
In love with spring
The gray twilight disappears,
Who are you, wake me up?

I ask myself this question again and again
I don’t ask you
Because you don’t know all that,
These feelings are exclusively mine.

৩).

বিকার
শংকর ব্রহ্ম

চোখ বুজলেই তোমার মায়াবী মুখ হাসে
এ যদি চোখের অসুখ হয়
তবে সেটা না সারাই ভাল।

কান বন্ধ করেও শোনা যায়
তোমার সুরেলা কন্ঠস্বর ,
এ যদি বিকার বল
তবে সে বিকার না কাটাই ভাল।

কিন্তু কখনও যদি , তোমার আমিষ ঘ্রাণে
লালসা ধারাল হতে চায়
তবে যেন জিভে কেউ আলপিন ফোটায়।

The morbidity

As soon as l close my eyes, your magical face floats
If it is an eye disease
But it is better not to heal it.
If I can hear it with my ears close
That melodious voice of yours
If you say it is crazy, it is better not to cure this crazy.

But if ever your meat smells sex
The heart wants to be restless
The tongue become sharp, but he seem to be lusted
It’s then as if some one do pierces alpin on my tongue.

৪).

প্ররোচনা
শংকর ব্রহ্ম

১).

শুধু দেখা, কিছু ভাবা, কিছু কথা বলা
শুধু এই, তার চেয়ে বেশী কিছু নয়,
যদি কিছু হয় এই ভয়
তাড়া করে ফেরে
ক্ষুব্ধ শ্বাপদের মতো ভিতরে বাহিরে।

২).

কিছু বলা বা
না-বলা কথারা থাকে নিরাপদে সব
আর আমি পদে পদে দিশেহারা হই
তবু চুপ করে রই,
এই সব না বলা কথারা আমাকে
খুব জব্দ করে রাখে,আর কিছু শব্দ এসে
সেই ফাঁকে গোপনে আমাকে তাতায়
কবিতা লিখতে খুব প্ররোচিত করে,
আমি তাতে প্ররোচিত হই নির্বোধের মতো
বোঝা গেল শেষে, জীবনের অন্তিমে এসে।

৩).

যে পারে সে আপনি পারে
পারে সে ফুল ফোটাতে,
আবার মধুর খোঁজে ভ্রমর এসে
পারে যে হুল ফোটাতে।

The provocation

1).

I just see, think something, talk something
Just this, nothing more than that,
If anything this is fear
That chases me
Like angry curses
Inside and outside.

2).

Some talking words or
All unspoken words are safe
And I get lost step by step
Yet I remain silent,
All these unspoken word does me harass
And some talks come
That gap secretly warns me
Does very persuasive to write
poetry,
I was persuaded by it like a fool
At last come to the end of life I realise that.

3).

“He who can, you can
He can bloom flower,
Bumblebees come again in search of honey
Effortlessly, he might sting”.

৫).

ভালবাসার কথা
শংকর ব্রহ্ম

বুকের ভিতর
অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন ,
সব পেরিয়ে
তোমার নিকানো উঠোন ঘর
সেখানেও
অনেক প্রেম
অনেক আশা
অনেক স্বপ্ন
লুকিয়ে আছে সংগোপনে।

তোমায় আমি ভালবাসি
এই কথাটি ,
বলতে হলে আমায়
সকল বাধা পেরিয়ে যেতে হবে।

ভালবাসার কথা
বুকের ভিতর
অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন।

The talk of love

Inside the chest
many mountains
many rivers
many forests,
Beyond all
Your backyard is a house
There also
much love
much hope
many dreams
are hidden there.

I love you
this talk,
To tell me
All obstacles must be overcome.

Talk of love
inside the chest
many mountains
many rivers
Many forests.

৬).

অক্রম
শংকর ব্রহ্ম

রাগ চড়লে মাথায়

আতর মেখে আদর করে তাকে
নামিয়ে আনি পায়,
তবুও যে সে ক্রোধে,ঝামড়ে পড়ে গায়।

আদর যদি বাঁদর হয়ে চড়ে বসতে চায়
লাফালাফি করে উঠে পড়ে গায়
বল তা’তে আমার কী দায়
ঘাড় ধরে তার সোহাগ মেখে মাথায়
নামিয়ে আনি নীচে,
তখন সে কি আর লাগবে আমার পিছে?

Chaos

When the anger rises on the head

I caress her with perfume
I bring her down on my feet
Yet she jumps on the body with rage.

If caressed wants to become a monkey
She jumps up on the body
Tell me what my responsibility is
Holding her neck, I loved her head
To bring her down
Will she then legpull against behind me?

৭).

প্রেমে অপ্রেমে
শংকর ব্রহ্ম

এক).

প্রেমে প্রতিরোধ আছে জেনে নাও
বুঝে নাও অপ্রেমেও কতখানি শূন্য থাকে বুক ,
এইসব জেনে বুঝে জীবনের মানে খুঁজে
অমরতা পেতে চাও যদি ,
ওষ্ঠে তবে তুলে নাও বিষ হয়ে সক্রিটিস।

দুই).

এইবার শব্দের অস্ত্রাগার খুলে দাও
যে যার মতন শব্দ তুলে নিক ,
ধ্বনির মুগ্ধতা তাকে
প্রতিরোধী শক্তির তীক্ষ্ণতা শেখাক।
যে যার নিজের কাছে বুঝে নিক শুধু
সে কি আজ মানুষের মতো আছে বেঁচে,
বাঁচা বলে যাকে?

Love and unloved

one).

Know that there is resistance in love
Understand how empty the chest is even without love,
Find the meaning of life by knowing these things
If you want immortality,
Take the poison on your mouth, as Socrates.

two).

Open the arsenal of words this time
Pick up words like that,
He is enchanted by the sound
Can teach the intensity of resistive forces.
Just who himself understand to ownself
Is he alive today as a man?
What is called living?

৮).

সম্বল
শংকর ব্রহ্ম

শোন কৃষ্ণ শোনো রাধাকে তুমি বোলো,

ওভাবে ব্যালকনি থেকে ঝারিমারা নয়
ওতে না যায় আকাশকে ছোঁয়া
না যায় মাটিকে স্পর্শ করা।

প্রেম বলতে ভাই আজ,এ’টুকুই তো সম্বল আছে।

The resources.

Listen Krishna listen you say to Radha ,
That way, should not look from the balcony
That cannot touch the sky
Cannot touches the ground.

Brother to say love today, that’s our resources.

৯).

মনোব্যথা
শংকর ব্রহ্ম

বেশ তো ছিলাম,একলা তার হৃদয় জুড়ে
বেশ তো ছিলাম, মনের থেকে অনেক দূরে
আজ সে এলো এখানে বলো কেমন করে?
এ’সবের যে কী মানে হয়
খুঁজতে গিয়ে দিনটা ফুরায়,
মনে তো জাগে কত রকমের সংশয়
পারে না সে থাকতে হয়ে আমার উপর সদয়?

তাকে নিয়ে আর আমি ভাবি না তেমন?
কবিতাকে নিয়ে আজ মেতেছি যেমন
তাকে নিয়ে কিছুতেই মাতি না এখন,
কবিতাকে সব দিয়ে, তাকে নিয়ে আজ
লিখে ফেলি কত শত প্রেমকথা আর কত কাব্য
তাকে নিয়ে সারাদিন বসে বসে ভাবব
হৃদয়ের ব্যথা যত, অনায়াসে তুলে দেব তাকে
কিছুটা তো দূর হয় তাতে?
সে যে কেন রাগ করে এতে?

Heartache

I was quite alone in your heart
I was quite, far from her mind
How does she come here today tell me?
What does all this mean?
The day is spent searching this meaning,
How many doubts arise in my mind
Can’t she be kind to me?

I don’t think about her nomore?
I am enjoying poetry today
I don’t worry about her now.
Giving everything to poetry, with her today
Write down how many love stories and how many poems
I will sit and think about her all the day
As much as the pain of the heart, I will give her easily
Does it go away a bit?
Why is she angry?

১০).

কবিতা
শংকর ব্রহ্ম

কবিতা কল্পনালতা

হতে পারে ছন্দময় স্পর্শকাতরতা,
অথচ সে রাত্রির মতোন নীরব
যেখানে আঁধারে বন্দী
কবির অন্তরের সব অনুভব।
আর কবিতাকে
হতে হবে, শব্দ ভার হীন
বাতাসের মতো সর্বত্র উড্ডীন।

কবিকে থাকতে হবে সর্বদা
ভয় ভীতিহীন, বিপদে অটল,
যে কোন প্রাপ্তির আশা
ছেড়ে তার ফল।
কবিতা লেখা হোক যে দেশেই যত
তাকে ঠিক হতে হয় সত্যের মতো।

কবিতায় প্রতিবাদ,প্রতিরোধ আর
যা কিছু থাকুক রূপগ্রাহিতা
আসলে শেষ পর্যন্ত তাকে,
হতে হবে নির্ভার কবিতা।

Poetry

The poetry is imagination creeper
Maybe a rhythmic touch,
Yet poetry is as silent as the night
Where that is banded in the dark
Like all the feelings of the poet’s heart.
And poetry
Will be, soundless are weightless
May fly everywhere like the wind.

The poet must be always
Fearless, steadfast in danger,
Without expect to receive anything
Leaveing the expect results of his works
Poetry might be written in any country
That should to be just like the truth

Protest and resistance in poetry
Whatever may be as beauty
In fact, in the end,
The poetry must be weightless.

১১).

শেষপর্যন্ত
শংকর ব্রহ্ম

আমরা অনেকেই জানি
কিভাবে আমাদের বোকা বানান হয়।

জিনিষের দাম হু হু করে বেড়ে ওঠে
আর এখানে শিশু-খাদ্যে আর ওষুধে
মেশানো হয় ভেজাল
আমরা প্রত্যক্ষ করলেও
তার জন্য আমাদের কন্ঠ কখনই
মুখর হয়ে ওঠে না প্রতিবাদে।

তিল তিল করে কি ভাবে
আমাদের হত্যা করা হয় প্রকাশ্যে
এসব জানার পর
কিই বা করতে পেরেছি আমরা?

আমরা অনেকেই তো জানি ,
কি ভাবে ফুল ফুটে ওঠে গাছে
কিংবা কিভাবে
বিস্ফোরিত হয় আনবিক বোমা।

এবং যারা গাছে গাছে ফুল ফোটায়
অথবা
আনবিক বোমার বিস্ফোরণ ঘটায়
তাদের আচার আচরণও
কারও অজানা নয় খুব একটা
এসব জেনে বুঝেই বা
কি লাভ হয়েছে আমাদের?

ভোটের আগে প্রতিশ্রুতির বন্যায় ভেসে
আহাম্মক হওয়া বন্ধ না হলে
কি আর লাভ হবে শেষ পর্যন্ত আমাদের?

At last

Many of us know
How we are maked fooled.

The prices of things are increasing
And here in baby food and in medicine
Mixing is adulterated
Even if we witness
Our voice is for that
Does not be vocal in protest.

How day after day ?
We were killed in public
After knowing this
What have we been able to do?

Many of us know
How flowers bloom on trees
or how
A nuclear bomb explod done.

The person who makes the tree bloom
or
Those who detonate bombs
We also know their behavior
That is not much unknown to anyone
By knowing or understanding these things
What is benefited us?

A flood of promises before the polls
If it can’t stop being fooled
What will benefit us in the end?

১২).

গোপন প্রেম
শংকর ব্রহ্ম

তা’র তুলনা শুধু সে-ই , আর কেউ নয়

তা’কে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়।

দূর থেকে তা’কে দেখে,
মনে যদি রাখি এঁকে,
তা’তে তার ক্ষতি নেই কোনও
হতে পারে বন্ধুর বোনও।
সে’কথা বন্ধুকে ডেকে বলি যদি
বয়ে যাবে রক্তের নদী?
বললে পরে বইতেও পারে
আমাকে সে ধরে যদি মারে?
যদি বলি কি জানি না কি হয়
তাই মনে জাগে বড় ভয়,
কিছু আমি বলি না কাহাকে
মনে শুধু ধরে রাখি তাকে।

The secret love

She is the only which may be compare with her
I haven’t seen her before, so I broke my heart in anger.

Seeing her from a distance,
If I wish to draw in mind
There is no harm in that
She may be a friend’s sister.
If I call my friend and say that
Rivers of blood will flow?
If l say so, it can be flow later rivers of blood
What if he catches me and kills me?
If I say I don’t know what happens
So the big fear comes to mind,
So I don’t tell this anyone
I only just draw a picture of her in mind.

Leave a Reply