Sankar Brahma

Sankar Brahma

শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ

দ্বাদশপর্ব ( হতচ্ছাড়ার প্রশ্ন).

নির্বাচিত একডজন কবিতা

শংকর ব্রহ্ম

১).

হতচ্ছাড়ার_প্রশ্ন

#শংকর_ব্রহ্ম

দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর
তুমি আমার কে ?
সবাই তোমায় , মা-ই বলে
আমি যে তা ভাবতে পারিনে।

মা যার অন্নপূর্ণা
তার সন্তানের, কেন এমন দশা
অন্নাভাবে ,কোটরে চোখ
গাল দুটি তার ভিতর দিকে বসা ?

তুমি যদি , সত্যিকারের
মা হতে চাও কারও
সবার মুখে দু মুঠো ভাত
আজকে দিনে , নিজেই তুলে ধর।

প্যান্ডেলের অই জাঁক জমক ছেড়ে
বাইরে বেরিয়ে এসো ,
হতচ্ছাড়া বালিকাটির
পাশে এসে হাসি মুখে বস।
আঁস্তাকুড়ে ফেলা খাবার
কুড়িয়ে খাবার স্বাদ ,
হার মানে যে তার কাছে আজ
জাঁক জমকের প্রসাদ।

#The_question_of_the_bereaved

Durga God Durga God
who are you of mine
Everyone calls you mother
I can’t think so that.

Whose mother is full of foods
Her children, why such a situation
Lacks of food, those eyes are pale
Cheeks sitting in the inside?

If you realy
Want to be someone’s mother
Two handfuls of rice in everyone’s mouth
You give them today.

The splendor of the pandal
come out from there
By the sides of the destitute girl
Come and sit with a smile on your face.
The wastege food of the dustbin
do pick up the taste,
which is more precious today
Than the food of God of splendor.


২).

দিকহারা

#শংকর_ব্রহ্ম

এখন বেড়াতে গেলে শিশিরের কাঁচে কাটে পা
বাড়িতে ফেরার পথ আর খুঁজে পাওয়া যায় না,
এখন পথের মধ্যে দাঁড়িয়ে একাকী আমি ভাবি
কোথায় হারিয়ে গেছে জানি না ঘরের ঠিক চাবি।
তারপর পথ ভুলে চলে যাই দূর কোন দেশে
ঘরে ফেরার কথা অনায়াসে যাই ভুলে শেষে,
এই ভাবে ঘুরে ফিরে দাঁড়িয়ে পথের মোড়ে একা
খাবি খাই স্বপ্নের ঘোরে যদি পাই তার কোন দেখা,
যে আমাকে নিয়ে যাবে ঘরের সঠিক পথে ঠিক
আসবে সেই চাবি হাতে না করেই ভুল কোন দিক।

#Lost_direction

Now when I go for a walk, my legs are cut in the dew glasses
I do not get there is way to back home,
Now standing alone in the path I think
I don’t know where the key of the house was lost.
Then I forget the path and go to a distant country
When I forget about returning home effortlessly, at the end,
In this way, turn around and stand alone at the side of the road
If I get a chance to see him in a dream,
She will take me right on the right path to the house
Doing no wrong direction without the key with her hand.


৩).

সুহৃদ_হৃদয়

#শংকর_ব্রহ্ম

সুহৃদ হৃদয় পেলে তার
‘জীবনে চাই না কিছু আর’
এই কথা বলে,
যে মানুষ হৃদয় খুঁজতে যায় বনে ও জঙ্গলে
ভোরের আলো মেখে গায়
রোদ্দুরের পানে ছুটে যায়
তার দায়ে চাঁদের জ্যোৎস্না ঝরে যায়,
পৃথিবীর গায়।
কথাটা,সহজ যত বলা
মানে তার রীতিমত ভীষণ কঠিন,
সুহৃদ হৃদয় পেতে লাগে বহুদিন।

#Heartly_friend

If get heartly friend
‘I don’t want anything else in life’
Speaking as such talk,
Who goes to the forest for searching the heart
Rubing morning light on the body
Ran towards in the sunlight
For that the moon is lighting on the earth,
On the body of the world shines.
The word is easy to say
But the meaning of that , is really hard,
It takes a long time to get a friendly heart.


৪).

আশ্চর্য_প্রদীপ

#শংকর_ব্রহ্ম

মনেকরো,তোমার যাপিত দুঃখ সবটা তোমার নয়
কেউ কেউ গচ্ছিত রেখে তীর্থভ্রমণে গেছে পুণ্য অর্জনে
সে পুণ্যের ভাগীদার তুমিও কিছুটা,
ফিরে এসে যে যার দুঃখ ফিরিয়ে নিলেই
তুমি খুব হাল্কা হয়ে যাবে।

মনেকরো,সকলের আনন্দ উৎসব একান্ত তোমার
যাতে তারা ভোগ করতে পারে সে কারণে
তাদের কাছে গচ্ছিত রেখেছ,
ইচ্ছে হলেই তুমি তা অনায়াসে ফিরিয়ে নিতে পার,
মনেকরো, এ’ভাবেই ভাবনার অভিমুখ একটু ঘুরিয়ে দিলেই
বুকের ভিতরে এক আশ্চর্যপ্রদীপ জ্বলে উঠতে পারে।

#The_wonder_lamp

Keep it in your mind , not all your grief is yours
Someone keeping it to you and went on a pilgrimage to attain for virtue
You are also a partaker of that virtue,
When he will come back, he will take back his grief
You will become very light.

Keep it in your mind, everyone’s joy is yours
So as to they can easily enjoy it
You have donated to them
You can easily take it back if you want,
In this way, if you turn the direction of thought a little
An astonishment may be arise and lighting inside the bosom.


৫).

তৃষ্ণা

#শংকর_ব্রহ্ম

এক).

আমার অনন্ত তৃষ্ণা ভালবাসা নামক সত্তায়
অগস্তের মতো এক সমুদ্র প্রেম শুষে নিতে চায়,
সে তৃষ্ণা মেটাতে নারী পারে না যে হায়,
তারই জন্য মরুভূমি হয়ে আছে,বুকের উর্বরা সঞ্চয়,
ভালবাসা হয়েছে বিলীন আমার গোপন সত্তায়।
যে মানুষ ভালবেসে ব্যর্থ হয়,সেও জানে ভালবাসা কি?
আমি তাই সাব্যস্থ করেছি,খাব না আর ভালবাসার ঘি।

দুই).

তোমাকে ছাড়া বেঁচে আছি ঠিকই,না বাঁচার মতো
আর কত ব্যথা,মরতে পারি না তাই বাঁচা,
অথচ বাঁচতে চাই না বলে মরা,অতোটা সহজ নয় বলে,
তোমাকে ছাড়াই কেমন চলছে সংসার,
বিস্ময়ের শেষ নেই আর,ভালবাসা বিস্ময় অপার।

#The_thirst

One).

My eternal thirst is for the entity called love
An ocean like August wants to absorb love,
Alas, the woman cannot quench that thirst,
For her is the desert, the fertile store of the breast,
Love has dissolved into my secret being.
People who fail in love, he also knows what love is?
I have decided not to eat any more ghee of love.

Two).

I’m alive without you, but not as worth living
How much more pain I have to bear, I can’t die so that live,
But the die is not so easy, if that I don’t want to live,
How is the world going without you?
There is no end to wonder, love is endless wonder.


৬).

হাত

#শংকর_ব্রহ্ম

ওই যে ধূসরবর্ণ বক এক পুকুরের ধারে
একলক্ষ্যে স্থির,হুঁশ নেই আশেপাশে কোনও
তেমন কি তুমি কখনও হয়েছো অস্থির
আমাকে পাবার জন্য কাছে?
শুকতারা জ্বলে আছে সন্ধ্যার আকাশে!

পৃথিবীতে বহুকাল কেটে গেল হেলায় ফেলায়
তবুও বাঁচার স্বাদ মেটে না যে হায়,
তুমিও কোথায়ও ঠিক বেঁচে আছ তোমার মতন
সেইকথা আমাকে যে কেউ বলেনি কখনও,
একটি সে হাতের ছোঁয়া পাব বলে
বেঁচে আছি আজও,
সে হাত কি অনেক দূরের, শুধু সুদূরের?

#The_hand

That is a gray buck by the pond
Fixed at one point, not aware of anyone around
Had you ever been restless?
Closer to get me?
The stars are burning in the evening sky!

A long time passed on earth in Hela Fela
Yet, the taste of living does not fullfill that alas,
You are also alive somewhere just like you
No one ever told me that.
Some one who will touch the hand
So I am still alive
Is that hand far away, just too far away?


৭).

মূক_কবি

#শংকর_ব্রহ্ম

কবি যে খুঁজছে নিজস্ব ভাষা তার
বোবার দেশের দেবতা পেয়েছে তাকে?
এত ব্যথা প্রাণে তাতে ঝুঁকে পড়ে কবি
খুঁজছে যে তার আপন কন্ঠস্বর।

   চায়নি তো সে কখনও অমন স্বর

অন্যের কথা বলতে চায় না বরং ওতে
এলারজি আছে তার,হারায় যে তাতে
নৈঃশব্দের ভিতরে,গভীর অন্ধকার।

অস্ফূটস্বর তাতে ঝুঁকে পড়ে কবি
কবি যে খুঁজছে নিজস্ব ভাষা তার
বন্দী সে স্বর দূরে দূরে বহুদূরে
ঝিঁ ঝিঁ পোকা ডাকে নিজস্ব কন্ঠস্বরে।

#Dump_poet

The poet is looking for his own language
The god of dumb country got him?
In so much pain, the poet leans on it
Searching for his own voice.

   He never wanted such a tone

He doesn’t want to talk about others
He has an allergy, he loses it
Inside the silence, deep darkness.

The poet leans against it
The poet is looking for his own language
The sound of the prisoner is far away
The bumble bee calls in its own voice.


৮).

নীরব_প্রতিজ্ঞা

#শংকর_ব্রহ্ম

মনের ভিতরে টাঙানো ছবিগুলোই নিঃশব্দ প্রতিজ্ঞা আমার।

                         নিজস্ব দহনকে বাহন করে ছুঁতে যাওয়া      

বর্ণে গন্ধে ছন্দে আনন্দে দুঃখ সুখের সীমারেখা পার করে
সব চাওয়া পাওয়া আনন্দ বিষাদ নতুন করে শিল্প গড়ে
তবু আমাকে ঘিরে থাকে শুধু রূপকথার দীর্ঘশ্বাস।

স্বপ্নরা সব নীরবে পাখা মেলে দিতে চায় অসীম নিলীমায়
আর স্নায়ুরস যেন মিশে যায় রক্তের কণায় কণায়
শব্দে বর্ণে ছন্দে গন্ধে কথায় কথায় তখন মনে হয় শুধু
ঘুম-জাগরণের মাঝামাঝি শব্দময় হয়ে আছি নিঃশব্দে।

মনের ভিতরে টাঙানো ছবিগুলোই নিঃশব্দ প্রতিজ্ঞা আমার।

#The_silent_promise

The pictures are hanging in the mind
My promise,
Carries its own pain
In words that want to touch you
So that sorrow-happiness, want-get, joy-sorrow
All arts became new
Yet why just surround me
The sad sigh of fairy tale.

Dreams want to match all the fans in the infinite auction
And all the nerves seem to match
It becomes monotonous in the particles of thought, in the destination of the mind
In words, in rhymes, in words
Then just seem
Between sleep and waking I am silent
I have become vocal.
The pictures hung in my mind
My silent promise.


৯).

বেকুফ

#শংকর_ব্রহ্ম

ভালবাসি বললেই
ভালবাসা হয় না
আনচান করে মন
চান করে যায় না,
খিদে, খিদে ভরা পেটে
ভাত চেয়ে খায় না
কারও কাছে দয়া মায়া
কিছুই সে চায় না।

কাছে কেউ ডাকলেই
সোজা চলে যায় না
মানুষের ভিতরই
দেখে ক্রূর হায়না,
মানুষকে যত ভয়
তাই কাছে যায় না
জানোয়ার কাছে এলে
মোটে ভয় পায় না।

এমন মানুষ দেখি
কেউ আজ চায় না
ছারপোকা ভেবে তাকে
টিপে মারা যায় না,
তাকে নিয়ে কি করবে
ভেবে কেউ পায় না
বেকুফকে শো-রূমেও
ভরে রাখা যায় না।

#Stupid

If say I love
This does not means I love her
The anxious mind
Can’t wash by bath.
Hungry, hungry stomach
He does not want to get to eat rice
Kindness from someone
He does want nothing.

When someone calls him
He does not go there straight
Within people
Seeing the cruel hyena,
For the fear of people
So doesn’t go there near
When approaching the beast
Not afraid at all.

I see such people
Nobody wants today
Thinking of him as a bug-insect
Cann’t kill by pressing
what to do with him
No one knows
That stupid in the showroom too
Cannot be keeped in there.


১০).

অন্তিম_স্বাদ

#শংকর_ব্রহ্ম

চাঁদ তাকে দেখেও, ডাকে না যে কেন আজ?
এই বোধে অহেতুক
সান্ধ্য মেঘের বুকে, পড়ে যেন বাজ।
অনেক আকাশ ঘুরে
মেঘ এসে ঝুঁকে পড়ে
খাদের কিনারে।
এবার মরণ ঝাঁপ দিলে পরে
পেয়ে যাবে জীবনের অন্তিম স্বাদ।

দেখ আজ আকাশও
থোকা থোকা ঢেকে আছে মেঘে,
এ পাশ ও পাশ থেকে টানের আবেগে
অন্তিমের দিকে তার যাত্রা হলে শুরু,
বার বার ডাকে তাকে খাদ
মেঘও দেয় দেয় তার ডাকে সাড়া,
গুরু গুরু গুরু।

অনেক আকাশ ঘুরে
মেঘ এসে দাঁড়িয়েছে
খাদের কিনারে,
এবার মরণ ঝাঁপ দিলে পরে
পেয়ে যাবে জীবনের অস্তিম স্বাদ,
জল তো জীবন
তাই, ইশারায় ডাকে তাকে খাদ।

#The_final_taste

The moon sees him, does not call that why today?
This unnecessary sense
In the chest of evening clouds, falls like lightning.
The clouds wandering around many skys
Clouds come and lean
At the edge of the ditch.
This time if he jumps to the death
He will get the last taste of life.

Look at the sky today
And see the sky is covered in clouds,
In the emotion of pulling from side to side
His journey toward the end began,
The ditch called him again and again
Even the clouds respond to his call,
Guru Guru Guru

The clouds wandering around many skys
The clouds have come
at the edge of the ditch,
If this time he jumps to death
He will get the taste of life,
Water is life
So,the ditch call him in secret signal .


১১).

নেশা

#শংকর_ব্রহ্ম

মাঝে মাঝে সবকিছু শূন্য মানে ফাঁকা ফাঁকা লাগে
সময়ের খন্ডিত জীবন
মানুষের ব্যবহার রীতি
প্রণয়ের যৌন উপাচার
দিন আর রাত্রির বিভেদ প্রকৃতি
সব কিছু ব্যর্থ মানে শূন্য মনেহয়

ওপারে স্বপ্নের দেশ প্রিয় সব মানুষের ভিড়
পশ্চিমের আকাশ ছুঁয়ে সূর্য ডুবে যায় মুখ লুকায়

চাঁদে আজ মানুষ গিয়েছে
তবু খিদে পেলে খেতে হয়
দুঃখ পেলে বুক পেতে নিতে
এইসব জীবন যাপন
মাঝে মাঝে শূন্য মানে মিথ্যে মনে হয়
কোন নেশা তাকে আড়াল করে না

#Intoxication

Sometimes everything feels vacant means zero
The fragmented life of time
Manners of human acts
Sexual presentation of love
The nature of the difference between day and night
Failing everything seems to mean zero

On the other side, the dream country is crowded with all the dear people
Touching the western sky the sun sets and hides its face

People went to the moon today
Yet, if you are hungry you have to eat
If you get sorrow have to take it in the bosom
Living these lives
Sometimes zero means lies feel in the mind
Intoxication can’t hides these.


১২).

ভালবাসা

#শংকর_ব্রহ্ম

তুমি পেত্নি কিংবা পরী,যাই হও না কেন
তাতে আমার কি বা আসে যায়?
রূপে তোমার ভুলিনি যে,
ভুলেছি কেবল ভালবাসায়।
ভালবাসা একবার দিলে কোন প্রিয়জনে
তা কি আর ফিরিয়ে নেওয়া যায়?
আর যদি তা যায়,
সে তো আর ভালবাসা নয়,
বলা যায় স্বার্থমগ্ন আত্ম অবক্ষয়
আর ভালবাসা নিঃস্বার্থ প্রেমে ব্যাপ্ত
যদিও সে হয় স্বপ্নে ভরা তবু দুঃখময়।

#The_love

Be a ghost or a fairy, whatever you are
What does it matter to me?
I have not forgotten for your beauty
I forgot only in love.
If love once give to a loved one
Can it be taken back?
And if it goes,
that’s no more love atall.
It can be called selfish self-degradation
And love is selfless love
Although he is full of dreams but very sadfull.

Leave a Reply