পদ্মে কাদার দাগ
কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়কে(১৫ সেপ্টেম্বর, ১৮৭৬-১৬ জানুয়ারি,১৯৩৮)মনে রেখে
ধ্রুবজ্যোতি ঘোষ
দূর থেকে পদ্মফুল সবাই দেখে,
দু হাতে কাদা মেখে
কাঁটায় ঝরিয়ে রক্ত
পদ্মবিলে ক ‘ জন নামে
নিতে তাজা পদ্মের ঘ্রাণ?
তাকে কে করবে শাসন?
নাটমন্দিরের অচলায়তন,
না কি মধ্যবিত্তের কাপড়ের খাটো বহর?
যা একদিক ঢাকে তো অন্যদিকে দিগম্বর!
ফল্গু প্রেমের খোঁজে
নিজেকে রাখেনি ক্রীতদাস
কোনো বানানো সীমানার কাছে;
পথের দাবী মেনেই
বন্দুকের সঙ্গে খেলেছে লুকোচুরি,
তারও আস্তিনে ছিল লুকোনো ছুরি।
অর্ধেক আকাশে ভালোবাসা
কত যে ছড়ায় রঙ
কেউ কি দেখেছে আগে
এই নারীভোজী বাঙলায়!
তার শেষ প্রশ্ন এখনও
এই এল.ই.ডি. নগ্ন ঘরে ঘরে
কত যে শেষ উত্তর খুঁজে খুঁজে ফেরে
কীটদষ্ট পুঁথিগুলোর পাতায় পাতায়!
১৫.৯.২০২২