.
উফ্ কী গরম,আর পারিনা
সইতে তোরে আজ।
প্রাণ যায় যায় তোর দাপটে,
সব বন্ধ করি কাজ।
.
ঘাম জব্ জব্,প্রাণ হাঁসফাঁস,
আস্তে ঘুরছে পাখা।
বর্ষা তুই আয় না ছুটে,
পাইনা কেন দেখা?
.
জবরদস্ত লাগল সর্দি,
খেয়ে ঠান্ডা জল।
অতিষ্ঠ এই জীবন আমার,
দুঃখে চক্ষু ছল্ ছল্।
.
স্বপ্ন দেখি চারিপাশে
হচ্ছে তুষারপাত,
স্বপ্ন ভাঙলে আবার চলে
গরমের কষাঘাত।
.