গাঁয়ের বধূ
ষষ্ঠী ব্যানার্জী
কোন এক গাঁয়ের বধূ
রাস্তা বহে যায় চলে
কাঁখে তার জল ভরা
কলসি ঠোঁটের কোনে
হাসির রেখা
লাজুক লাজুক চেহারা
আকাশ প্রানে চেয়ে চেয়ে
কল্পনায় ভরা মন
ডুব সাগরে ডুবে মিট মিট
করে লাজুক লাজুক চোখে
কাঁখেকলসি দোলাতে দোলাতে
পথ বহে চলে প্রকৃতির শোভায় মিশে
আনন্দের আবেগে পথচারীদের
মনে দোলা
তুলে
শিহরণে মাতোয়ারা আনন্দে
বিভোর কলসি
কাঁখে গাঁয়ের বধূ সত্যি সত্যি ধন্যা
গায় গান সবে কহে
হে!গাঁয়ের বধূ
কত লীলায় জাগাবে
প্রকৃতিরে! তুমি সত্যি ধন্যা।