কবিতা : অথচ আছি
সত্যেন মণ্ডল

ক্রমাগত নিজের সত্ত্বাকে আলোড়িত করে
উপলব্ধি করলাম —-
আমি একা এবং একক ;
ঈর্ষা ঘৃণা এবং জিঘাংসায় বিশ্বাসী
সন্ত্রাসবাদীদের থেকেও হিংস্র
মানবতাবোধের বিরোধী।
মানুষের মনকে বিষিয়ে দিতে পারি
চেতনাকে পঙ্গু করে দিতে পারি;
মনুষ্যত্বকে ভীষণ ভাবে—
ধ্বংস করে দিতে পারি ,
ভালোকে মন্দ ,মন্দকে ভাল করতে পারি—
বিবেকের দ্বার রুদ্ধ করতে পারি ;
আমি ড্রাগনের মতো—-
হিটলার বা নিরোর থেকেও ভয়ংকর!
শান্তিতে অ – বিশ্বাসী !
প্রত্যাঘাত আর প্রতিশোধে বিশ্বাসী ,
চাণক্যের মতো , আমারও মত
কাপুরুষ শাসক আপন রাষ্ট্রেই
সন্তুষ্ট হয় ;
সাম্রাজ্যবাদে বিশ্বাসী ;
যুগে যুগে আমি আছি,
আমি থাকবো —
সবার শত্রু ;
অথচ আছি —
স-বার মধ্যেই !