অনুগল্প : করুণ আকুতি
সত্যেন মণ্ডল
বখতিয়ারপুর স্টেশনে পরিবারের লোকজন নিয়ে বসে আছি , হাওড়া ফিরব, ট্রেন আসছে, অপেক্ষা করছি । এক বছর ত্রিশের ময়লা পোশাকের, সাধারণ দেহাতি মহিলা, কোলে দু-তিন বছরের বাচ্ছাকে নিয়ে কাছে এসে বলল, বাবু তুরা কলকাতা যাবি ?
আমায় একটু তোদের সঙ্গে লিয়ে যাবি ? আমার মরদ মুনিশ খাটতে দু-বছর আগে কলকাতা গেছে, আজও ফেরেনি। আমার মা ছিল মরে গেল ! এখানে কেউ লাই ! আমার মরদকে খুঁজে দিবি ?
আমি কিংকর্তব্যবিমূঢ় ! মেয়েটির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম।