Satyen Mondal

একটা সূর্য দেবে

সত্যেন মণ্ডল

পৃথিবী আমাকে একটা
সূর্য দেবে ?
আমি অন্ধ,অজ্ঞ– তাই বলে—
আমার স্বাধীন সত্ত্বা,অস্তিত্ব
কিছুই দেবেনা ?
জান,সেদিন আমি হোঁচট
খেয়েছিলাম
ওরা শুধু হেসেছিল
একটুও করুণা করেনি আমায়
ওরা ভালোবাসা কি জানেনা
গন্ধ-ই ভালোবাসে !
পৃথিবী, তুমি মানুষ সৃষ্টি করো
কিন্তু ক’টা প্রকৃত গড়ো ?
তুমি রাক্ষসী তোমার দু- চোখে আগুন
ভেঙে তছনছ করে দেবো তোমায়,
উঁহু–তোমায় আমি ভালোবাসি
ভালোবাসার ঋণে আমাকে একটা সূর্য দেবে ?

Leave a Reply