Satyen Mondal

রম্য রচনা : ভাবলুর কবিতা
সত্যেন মণ্ডল

দ্বাদশের বখাটে ছেলেদের মধ্যে ইদানিং ভাবলুর কাব্যচর্চা নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে । সেদিন ক্লাসে মাস্টার মশাই বললেন ; ভাবলু তুই তো কবিতা লিখিস ঐ বিষয়ে একটা কবিতা লিখে নিয়ে আয় দেখি— ভাবলু লিখল।

আমি ফেসবুক কবি ভাই
গ্রুপে কবিতা পোস্ট করেই ভাবি
এডমিন কখন এপ্রুভ করবে ভাই
এপ্রুভ হলেই ভাবি – –
লাইকের বান কখন বইবে ভাই
আমার কবিতাটাই সবার সেরা ভাই
পাঠক না পড়ে পারবেনা ভাই
আমার কবিতা পড়লে দর্শন লাভ করবে ভাই
মোটামুটি একশো লাইক চাই

  • * * * * * আমি কেমন করি একটুখানি শুনবে ভাই — পারত পক্ষে কারোর লেখা একটুও পড়িনা ভাই লাইক কমেন্ট করার কথা মনেও ভাবিনা ভাই তাকিয়ে থাকি নিজের পাওয়া মেসেজের দিকে ভাই কখন পাবো বেশি বেশি লাইক কমেন্ট ভাই পেলেও সৌজন্যমূলক ধন্যবাদ দিতে ভুলে যাই ভাই কারণ আমি লেখক — আমি কবি– সবার সেরা ভাই
    • * * * *
      গ্রুপ থাকে থাক নইলে উঠে যাক আমার কি দায় ভাই
      ভাবুক ওসব এডমিনরা শুধু মাথা ঘামিয়ে কি লাভ ভাই
      গ্রুপের সদস্য হয়েছি এই যথেষ্ট স্পষ্ট কথা বলি ভাই
      এ যুগে কেউ কারো নয় —-কার কথা কে ভাবে ভাই !
      * * *
      মাস্টার মশাই নিজেই F.B তে সাহিত্যের একটা গ্রুপের এডমিন, তিনি ভাবলুর কবিতা পড়ে বললেন,ভগবান যেন তোর মতো কবি ঘরে ঘরে পাঠায় ,আস্তে আস্তে বললেন, আহাম্মক একটা ! একটা রাম ছাগল !

Leave a Reply