গদ্য কবিতা : ভাল আছি
সত্যেন মণ্ডল
এখন কাউকে জিজ্ঞাসা করুন
কেমন আছেন ?
আমতা আমতা করে কেউ বলবে
এই তো কেটে কুটে যাচ্ছে
কেউ বলবে বিন্দাস আছি
কেউ বলবে এই যাচ্ছে —–তবে
অধিকাংশই বলবে ভালোই আছি
সত্যিই ভাল আছেন ?
থতমত খেয়ে আয়নায় তার ছবি
কি আর ঘরের কথা বলবো ভাই
ছেলেটা লেখাপড়া শিখে বেকার
মেয়েটা বিবাহযোগ্যা
পাত্রস্থ করতে পারলাম কই ?
একটু উৎসাহ দেখান ; বলবে
জান, তোমার বৌদির বাত
সুগার প্রেসার
আমার তো একবার বিপদ হয়ে গেছে
সুগারটা নিয়ে বেশ চিন্তিত আছি
তবে ——- বললেন , ভাল আছি ?
এখন এইরকম নানা দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে
প্রতি মুহূর্তে চলছে ভাল আছি বলার লড়াই
খুব অল্পসংখ্যক মধ্যবিত্ত মানুষ ভাল থাকে
অধিকাংশই দুঃখ কষ্টে জর্জরিত
তবুও আত্ম প্রবঞ্চনার লড়াইয়ে
মানুষ বিজয়ী, মুখ ঢাকা মুখোশ মুখে
বলে ——— ভাল আছি !