Satyen Mondal

সত্যেন মণ্ডল

গদ্য কবিতা : নির্জন সমুদ্র সৈকতে
সত্যেন মণ্ডল

নির্জন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে
মনে পড়ে এই সেদিনের কথা—-
তখনও ছিল এমন গোধূলি
সূর্য তার পড়ন্ত আলোর বিন্দু নিয়ে
বিদায় নিচ্ছিল পশ্চিম আকাশে
আকাশের বর্ণচ্ছটা এসে পড়েছিল
তার স্বপ্নভরা মুখমন্ডলে
চুল উড়ছিল উদ্দাম বাতাসে
তার অপূর্ব শ্রী ঈর্ষা করছিল
যেন সমুদ্র কন্যাকেও
তার হাসিতে ঝরে পড়ছিল
একরাশ মুক্তা
ঢেউ এসে আছড়ে পড়ছিল তার
আলতা ধোওয়া পায়ে
এলোকেশ উড়ে এসে
আন্দোলিত করছিল আমার
শরীরের স্বপ্নবিন্দুতে
তার উষ্ণ দেহপট থেকে
ঠিকরে ঠিকরে বের হচ্ছিল
হাজারো সুগন্ধী ফুলের ঘ্রাণ
যা অনাবিল এক সুখ স্বপ্নর জগতে
বারে বারে আমায় হাতছানি দিয়ে ডাকছিল
আবিষ্ট স্বপ্নের ঘোরে আমি বলেছিলাম
এলোকেশী তোমার জন্য আমি
গভীর পাথারেও ডুবতে রাজি
বস্তুত , সে ছিল আমার অ-তৃপ্তির তৃপ্তি
সে ছিল আমার হৃদয়ের স্বপ্ন তম্বী শান্তি সুখের অধিষ্ঠাত্রী
সে ছিল আমার বৃষ্টি ভেজা রাতের
হিমেল বাতাস, উষ্ণতার চাদর
আজ বড় একা——
অসহায় আমি আজ
পথভোলা ক্লান্ত এক নিঃস্ব হাটুরে
অন্ধকার পথে—–
সে আর নেই !
না ফেরার দেশে সে দিয়েছে পাড়ি
মারণ রোগ কর্কট তার জীবন নিয়েছে কাড়ি
এখন ——
সমুদ্রের ধারে একাকি আমি
রয়েছে সমুদ্র রয়েছে সৈকত
রয়েছে তার প্রিয় ঝাউবন
শুধু নেই সে !
এক মুঠো অব্যক্ত যন্ত্রণা নিয়ে
ঢেউ গুলো এখন আছড়ে পড়ছে
আমার পায়ে।
আমি একা—— নিঃসঙ্গ !

Leave a Reply