
অবিভক্ত বঙ্গমাতার করুণ আকুতি
( অবিভক্ত বঙ্গের ছবিটি চোখের সামনে
আপনার )
জবাবদিহি
সত্যেন মণ্ডল
হায় রে ! আমি অবিভক্ত বাঙলা !
ভুখণ্ড প্রদেশ কিংবা দেশ
যা বলিস তোরা ; বলতে পারিস ।
আমি তোদের বাংলা মা !
আমার নরম বুকে
তোরা চালালি ছুরি !
আমার বুক ফাটা কান্না
আমার অব্যক্ত যন্ত্রণা
কেউ উপলব্ধি করলিনা ?
আমার ভুখণ্ডকে টুকরো করলি তোরা?
তোদের কাছে ধর্ম বড় হোল ?
রাষ্ট্র বড় হল , দেশ বড় হোল ?
ব্যক্তিগত স্বার্থ বড় হোল ?
রাজনীতি কূটনীতি সব বড় হোল ?
কই, বাঙালিত্ব ত্যাগ করলিনা ?
কই আমার ভাষা !
আমার সাহিত্য ,সংস্কৃতি ! আমার ঐতিহ্য !
আমার সঙ্গীত ,কৃষ্টি !
এসব তোরা ত্যাগ করলিনা ?
আমাকে টুকরো করে খুশি তো ?
তবুও — অবোধ সন্তানদের জন্য রইল
মায়ের শুভকামনা ।
যে যেখানেই থাকো, সবাই থাকো সুখে
সবাই থাকো ভাল
মা হয়েও তোমাদের আশীর্বাদ করতে পারব না
বলতে পারব না একসঙ্গে থাকো !
