
পাথর প্রতিমা
শৈবাল কর্মকার
আমার দুর্গা ঘর সামলায় নিত্য পরিপাটি,
আমার দুর্গা বায়না করে চলে খুনসুটি।
তোমার দুর্গা লোকের বাড়ি এঁটো বাসন মাজে,
তোমার দুর্গার আবদারগুলি কান্না হয়ে ঝরে –
সকাল সন্ধ্যা সাঁঝে।
মেয়ে আমার দুর্গা সাজে পরনে পোশাক দামী,
আমার দুর্গা পাশে থাকে হয়ে অর্ধাঙ্গিনী।
তোমার দুর্গার শীর্ণ দেহ ছিন্ন বস্ত্র শাড়ী,
তোমার দুর্গার চোখের জলে রাত কাটে অভাগিনী।
আমার দুর্গার ঘুম ভাঙ্গে তোমার দুর্গার ফেরির হাঁকে,
আমার দুর্গার দিন কাটে দুধে ভাতে,
রাত পোহায় পাশে নিয়ে মাকে।
তোমার দুর্গা ক্ষুধা মেটায় পান্তা ভাতে,
রাতের স্বপ্নগুলি চোখের নোনা জলে ভাসে।
আমার দুর্গা তোমার দুর্গা একই বঙ্গের নারী,
শত সহস্র কষ্ট বুকে চেপে হয়ে ওঠেছে মৃন্ময়ী।
সবার দুর্গা উমা আমার কৈলাসবাসিনী,
মর্ত্যে আসে কদিন হয়ে মৃন্ময়ী।
আমার দুর্গার তোমার দুর্গার চোখ অভিমানিনী,
পাষাণ হৃদয় কাঁদে কি তোমার?
হে ত্রিনয়নী!
সবার দুঃখ দূর করো হয়ে চিন্ময়ী।