জানি তুমি আসবেই
শামসুদ্দিন হারুন
শুনছো কি তুমি মেয়ে ?
আকাশের কাছ থেকে চাঁদ চুরি করে এনে
দিয়েছি তোমার হাতে
জলের কণায় এঁকেছি পোট্রেটখানি,রঙতুলি
লাগেনি আমার তাতে !
দিনের আলোতে রাতকে এনেছি ছিনিয়ে
তোমাকে দিয়েছি ভোর
সহস্র বছর ধরে প্রতীক্ষায় আছি,ভালোবাসা
তবুও খোলেনি দোর !
শুনছো কি মেয়ে ?
পাথুরে পাহাড় ভেঙ্গে বানিয়েছি স্রোতের
নদি, সাগর সমান
আমার কালিমা ধুয়ে ঈশ্বর সেখানে এখন
কেবলই পূণ্য জমান।
যা কিছু আমার সব কিছু দিয়ে ডেকেছি
তোমায়, ভালোবাসা চায়নি ফিরে
অদৃশ্য সূতোয় গাঁথা নক্ষত্রের মালা তাই
অভিমানে আমি ফেলেছি ছিঁড়ে।
শুনছো কি তুমি ?
ভালোবাসি বলেই পেরেছো এমন, হৃদপিণ্ডে
কাটা কুটি খেলে প্রতিশোধ নাও
কি হবে এমন, ধূসর ক্যানভাসে ফুল তোলা
একটি রুমাল যদি আমাকে দাও !
দ্বিধার শিকল ছিঁড়ে ফেলো মেয়ে,ছুটে এসে
ধরো নির্ভরতার অমল দুটি হাত
কেবলই দেখবে শুধু?কতোটা কমেছেদিনের
আলো, কতোটা হয়েছে রাত !
শোন গো মেঘের মেয়ে,
জানি তুমি আসবেই, বোধি বৃক্ষের নিচে
তোমার ধ্যানেই আমি হয়ে আছি বুদ্ধ
ভালোবাসি তাই তোমাতেই আছি, থাকবো
এবং এই তোমাতেই আমি হবো শুদ্ধ ।
pressmanbd57@gmail.com