Shapla Barua

শাপলা বড়ুয়া

বিচিত্র ক্ষুধা

শাপলা বড়ুয়া

বিচিত্র জগতে, বিচিত্র খিদে
কারো খিদে পেটে,কারো মনে,কারো আবার শরীরে,
বাড়ছে মিথ্যের বেসাতি, চলছে মুখোশের বিচিত্র খেলা
অভিজ্ঞজনেরা বলেন,’ চলার ও মুখের গতি যেখান বাড়ন্ত, সেখানেই কেবল অর্থের গড়াগড়ি!’

করো আবার লোকলজ্জার বৃদ্ধ আঙ্গুলে,ছুঁচো খুঁড়ছে শরীরে।
নিপাট ভদ্রলোক গিলে ফেলেন শেষমেশ,
বাকিরা গোলক ধাঁধায় ঘেঁটে যান চটাপট।

স্বপ্নের সুতোয় স্বপ্ন গেঁথেছে যে বেকার যুবক
পেটের খিদেয় সহমরন যায় এক একটি স্বপ্ন,
অভাবের কুঠুরে মস্তিস্কের শিরা বুঁদ
নিকোটিনের নীল ধোঁয়ায়!
বিচিত্র খিদেয় আমরা ছুট, এক এক গোলক ধাঁধায়!

Leave a Reply