Shapla Barua

কামনার রাগ

শাপলা বড়ুয়া

প্রেমিকের শীতল, কামার্ত চাহনি
শিশির হয়ে ঝরে পড়ে টুটাফাটা এক
ঘাসের বুকে
জিউবার তীক্ষ্ণ ধার মত্ত চোখে প্রমত্তরস
ঢেলে দেয় ধীরে ধীরে সেই ঘাসের শরীরে,
মুখায়বের ঐ নরম, পেলব ক্ষীণশ্মশ্রুর ছোঁয়ায় বির্বণ
শরীর নতুন প্রাণ ফিরে পায় যেন আবার!
শিশিরের মতো টুপটাপ ঝরে পড়তে চায় আবারো
সেই উষ্ণ ঠোঁটে
রহস্য ভেদ করে বেরিয়ে আসে তীক্ষ্ণ,
ধারালো ঘোর লাগা চুম্বনের কাহারবা তাল,
চৌম্বকীয় শিহরণে জেগে ওঠে বিবর্ণ শরীর আবার।
প্রেমিকার আঙুল খেলে যায়
কামার্ত পুরুষের ঠোঁট,গ্রীবা,গলদেশ,
প্রস্ফুটিত অপরাজিতার পেলব পাপড়িতে।
মুহুর্তেই অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে
প্রেমিক পুরুষ, নরম ঘাসও তখন লীন
হতে চায় সেই স্ফুলিঙ্গের মাঝে!

শাপলা বড়ুয়া

Leave a Reply