Sheikh Sumon Ahmed

ছোট দোকানদার
শেখ সুমন আহম্মেদ

গাড়ী এলেই দেয় দৌড়
বড় বস্তা হাতে
শুরু থেকে শেষ অবদী ডেকে ডেকে বেচে
হালকা লবন আছে তাতে
খেতে লাগে ভালোই
প্যান্ট শার্ট পড়া আর
ছিড়া চপল জোড়য়।

এটা বেচেই চালায় পেট
ছোট সংসার টাও
সর্ব কর্তা হাল ধরে সে
আপন সংসার টারও।

রাখবে নাকি এক পিছ
মাএ দশ টাকা যার দাম।
চিবায় খেলে ভালোই লাগে
ক্ষুধাও কাটে সাথে।

ও দাদা খাবেন নাকি
এটাই আমার সংসারের আলো।

Leave a Reply