SIDDHESWAR HATUI

অপরাধী
সিদ্ধেশ্বর হাটুই

উচিত কথা বলতে গেলে তুমি হবে অপরাধী
সকলেই তো আর সমান নয় অনেকেই অপবাদী।
অসাধু ব্যক্তির রমরমা বাজার সাধুরা অনেক দূরে
বধির হয়ে মুখে কুলুপ দিয়ে পারিনা থাকতে সরে,
অপরাধকে অপরাধ আখ্যা না দিলে বুকে লাগে ভারি
অপরাধকে প্রশ্রয় দিয়ে নিজে হতে পারিনা ভেকধারী।
অন্যায় দেখলে নিজের চোখে যায় যারা পাশ কাটিয়ে
অপরাধী তারাও , বাঁচবে এবার অকৃতজ্ঞের পরিচয়ে।
মনে মনে হয়তো ভাবছো আমি করছি এটা ভুল
পারছোনা করতে অপরাধের প্রতিবাদ এক চুল।
নিজের স্বার্থে লাগলে আঘাত গর্জে উঠবে তখন
সেদিন কিন্তু পাশে পাবেনা বিপদ তোমার যখন।
সেদিন শুধু পড়বে মনে পুরানো সকল স্মৃতি
মনের গহীনে মরবে পুড়ে পাবেনা কাহারো প্রীতি।

তাইতো আমি করেছি পণ থাকব না আর চুপ,
অপরাধীর সমীপে নোয়াবোনা মাথা , না থাক আমার সুখ।
শিক্ষা-দীক্ষায় মহান হলেও, তারা মানুষের কাছে নয়
অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যাদের লাগে ভয়।
সঠিক কাজ করেও জীবনে অনেক পেয়েছি বিড়ম্বনা
ভালো কাজ করতে গিয়ে সহেছি যন্ত্রনা।
আমার বিরুদ্ধে স্বার্থান্বেষীর পড়েছে কু-দৃষ্টি
তবুও তো ভাই ভালো মানুষের নিকট পেয়েছি পুষ্প বৃষ্টি।
যাহাদের নিকট অপরাধী আমি তারা যেন থাকে সুখে
আমিতো ভাই কপাল পোড়া , থাকি নিজের দুঃখে।
প্রতিবাদ তাই থাকবে জারি থাকবে সু-বিচার
গণতন্ত্রের স্তম্ভের ফলা হয়ে লড়বো অধিকার।
বাঁচার মতো বাঁচতে হলে সঠিক পথে চলো
মানুষের পাশে সহায় হয়ে উচিত কথা বলো।

কেন এমন হয়
সিদ্ধেশ্বর হাটুই

বুকের ব্যথা – গোপন কথা যায় কি কখনো বোঝা
শিশুরাই বলে সত্য কথা সঠিক সোজা-সোজা।
আগুন কখনো পারেনা ঢাকতে নিজের উত্তাপ,
বজ্রকে আটকানো যায় না, নেই তো কনো মাপ।
ঝড়ের গতি দেখেনা কখনো কনোদিন কারো স্বার্থ,
কৌশলের ভুলে যুদ্ধে অনেকে হয়ে যায় ব্যর্থ।
টোপ না দিলে মাছ পড়েনা বহুমূল্যের ছিপে,
বন্যা কখনো আসেনা -তীরের অবস্থা দেখে।
মধুর সংগীতে যেমন সকলেই হয় মুগ্ধ,
অভাবের তাড়নায় কেউ কেউ হয়ে যায় জনযুদ্ধ।
ফুলকে কেহ ভালোবেসে হয়ে যায় মালী
সেই ফুল কেউ ছিঁড়ে ফেলে অকারণে খালি।
দিনে সূর্য – রাত্রে চাঁদ এটা ধ্রুব সত্য কথা
অপরাধ করেও কাহারো মনে হয়না কনো ব্যথা।
দিনের পরে আসবে রাত-রাতের পর দিন
বিষধর সাপেদের টেনে আনে সাপুড়ের ঐ বীন।
পাহাড়ের উচ্চতা থেকে দেখলে সবই লাগে ছোট
সমতলের মাটিতে দাঁড়ালে কতজন ধুলায় লট-পট।
পাথরের বুকে জন্ম নেয় কত চারা গাছ
দীর্ঘায়ু হয়না তাদের জীবন, যেন জল ছাড়া মাছ।
জলেতে মাছ , বনেতে বাঘ , আকাশে উড়ে পাখি
অসাম্যতা দূরে থাক , সাম্যতাকে যেন পাশে দেখি।

Leave a Reply