Sohag Ghosh

অন্তর্দ্বন্দ্ব
সোহাগ কুমার ঘোষ।

তুমি শুনলে-, সূর্য নাকি চন্দ্র?
আমি সূর্য বলতেই-
তুমি জোসনা দেখতে অস্বীকার করলে।
তুমি বললে সুখ-, নাকি সভ্যতা?
তোমার খুশির জন্য সুখ বলতেই-
তুমি সভ্যতার গান গাইলে।

পৌরুষ আর সন্ধি’র প্রশ্নে-
তোমার জন্য সমঝোতা করলাম।
অথচ তুমি কাপুরুষ বলে আখ্যায়িত করলে!
যুদ্ধ ও মৈত্রী নিয়ে তুমি প্রায়ই কথা বলো-
প্রচন্ড ক্ষোভে পরাক্রম দেখাতে আমি সংগ্রামের পথ ধরতেই
তুমি জলপাই পাতার দিকে অঙ্গুলি নির্দেশ করলে।
অষ্টম এডওয়ার্ডের কথা কোথা থেকে শুনেছিলে-, জানি না

তথাপি হুট করেই রাজ্য ত্যাগের প্রশ্ন তুললে-।
আচ্ছা তুমি কি তোমায় ঘিরে আমার পূর্ণতা-, সত্যিই দেখতে পাও না?
একদিন মূল্যহীন কৌতুহল নিয়ে তোমাকে বলেছিলাম-,
পারবে কি-, ইভা ব্রাউন হতে??
তোমার হাফ-ভাবে সেদিন জন ক্যাথরিনের কথা মনে পড়ছিলো।
তোমাকে আজীবন অস্তিত্ত্বের কথা বলেছি কতবার
তুমি প্রতিবারই শরতের সাদা মেঘে ভেসে যাও
অথচ এতগুলো দিবস-রজনী উড়ার পরেও অক্লান্ত তুমি, ঝরে পড়লে না।
মুক্ত খাঁচার বদ্ধ পাখিটি হয় তোমায় না থাকতেও বলেছি
অথচ যেই তোমার মিথ্যে ন্যাকা ভালবাসার মায়ায় পড়ে গেলাম

তখনই তুমি নিষ্কৃতির জন্য আনচান শুরু করলে!
ঐশি একটা কথা জান কি-?
তোমার দৃষ্টি যেদিকে,আমার যাত্রা সেদিকেই
কেবল তোমার সাথে দৌড়ে পারি না ।

সোহাগ কুমার ঘোষ।
গণিত বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Leave a Reply