‘মা তোমার হয় না তুলনা’
সোমা হাজরা
‘মা’ ডাক হলো এক শিহরণ জাগানো শব্দ।
যার হয়না কোনো প্রতিশব্দ।।
মা মানে একটু বকা একটু শাসন।
আর অনেকটা মায়ার বাঁধন ।।
মা হলো জীবনের প্রথম টিচার।
আর মার কাছে করা ছোট্ট ছোট্ট আব্দার।। মা হলো জীবনের চলার পথের ঢাল ।
মা হলো জীবনের শক্তি ও বল ।।
জীবনে থাকে অনেকেই আপন আর পর। কঠিন সময়ে পর হয় আপন আপন হয় পর।।
‘তাই তো মা তোমার সত্যি হয় না কোনো তুলনা ‘
Bahh Besh bhalo ❤