Somreeta Sarkar

কবিতা-বৃষ্টি সুরধ্বনি
কলমে – সোমঋতা

বৃষ্টি সুরধ্বনি

বৃষ্টি যখন মেঘের কুঠুরিতে
জলকণা জমে বিন্দু বিন্দু
গভীর ধ্বনি নেমে আসে
অম্বর নাদ থেকে-
শব্দ তরঙ্গে গম্ভীর সুরধ্বনি!

বৃষ্টি যখন মেঘ সিন্দুকের
চাবি খুলে লাফিয়ে পরে বায়ুস্তরে
সন সন ধ্বনি ছড়িয়ে যায়
শব্দ তরঙ্গে আহা রিমঝিম সুরধ্বনি!

বৃষ্টি যখন স্তর পেরিয়ে
কুসুম কলি পত্রালিকায়
টাপুর টুপুর নুপুর ধ্বনি
শব্দ তরঙ্গে ছুম ছুম সুরধ্বনি!

বৃষ্টি যখন মৃত্তিকা ছোঁয়
গন্ধের আতর মাখে
টুপ্ টাপ অঝোর ধ্বনি
শব্দ তরঙ্গে ত্রিতাল সুরধ্বনি!

বৃষ্টি যখন জলতরঙ্গে ভাসে
জলকেলি করে জলকণা
কুলু কুলু কুলু ঝুমুর ধ্বনি
শব্দ তরঙ্গে ঘুঙুর সুরধ্বনি!

বৃষ্টি যখন বকুলের মত ঝরে পড়া পুস্প বৃষ্টি
মেদিনী পত্রে জলতুলি স্বরলিপি
ছন্দ হতে লয় রূপান্তর ধ্বনি
শব্দ তরঙ্গে তান্ডব -লাস্য সুরধ্বনি!

বৃষ্টি যখন মনের মণি কোঠায়
মন ময়ূরী কলাপ বিছায়
হাতের পাতায় পেলব বিন্দু ধ্বনি
শব্দ তরঙ্গে বেজে ওঠে মেঘমল্লার সুরধ্বনি!

Leave a Reply