Somreeta Sarkar

Somreeta Sarkar

পৃথিবীর বুকে

সোমঋতা

তোমাকে একটা কথা বলতে চাই পৃথিবী?
শুনবে আমার কথা?
মাটির কানে কানে
শব্দ বুনে দেবো।
নাদ ব্রহ্ম থেকে করেছি আহরণ।
আমি ঘর বেঁধেছি
তোমার মৃত্তিকা ছুঁয়ে।
তোমার শিকড়ে করছি খনন।
তুমি কত সাবলীল ভাবে চেয়ে থাকো নীরব চোখে।
তোমার বুক বাঁধা জলাশয় থেকে
শেষ বিন্দু টুকু শুষে নিয়ে
গড়ে উঠছে মনুষ্য প্রজাতির
বাহ্যিক বিনোদনের রঙ্গশালা।
তবুও তুমি নীরব।
তৃষ্ণায় বুক ফাটছে তোমার!
মরুভূমির তপ্ত বালিয়ারীর
গভীরে শান্ত শীতল তুমি।
কেবল তোমার আছে
সবুজ আরণ্যক ,মেঠো পথ,
আসমুদ্র-হিমাচল।
আর আছে অসীম ব্রহ্মাণ্ড!
তোমাকে আমার দেবার মতো
কীইবা আছে…
একমুঠো ভস্ম ছাড়া।
দিয়ে যাবো শেষ বেলায় …
তোমার ব্যথায় ভরা
মাটির ঋণ।

Leave a Reply