শিরোনাম – মজার দেশ
কলমে- সোনালী সরকার
শরীরটা আজ ও বেঁচে আছে
প্রাণটা তবে শেষ ,,
মৃত মানুষ ঘুরে বেড়ায়
ভারী মজার দেশ ।।
না ভাসায় না ডোবায় পুরো
দুখ সাগরের ঢেউ ,,
হাতটা ধরে তোলার তরে
আসবেনা যে কেউ ।।
ছলের আগুন জ্বলছে মনে
না ছাড়ে না মারে ,,
অঙ্গে সারা ব্যাথার কাঁটা
বিঁধছে বারে বারে ।।
মধু মিশিয়ে বেদনা বিষ
খাইয়ে ছিলো যারা ,,
জীবন মরণ লড়াই খানা
দেখছে বসে তারা ।।
বেইমানির বাণ শয্যায়
বুঝবে শোবার পরে ,,
সেই আগে করবে আঘাত
মানবে আপন যারে ।।
মায়ার সিঁড়ি চড়তে গেলে
মাঝপথে হয় শেষ ,,
না যায় নামা না যায় ওঠা
ভারী মজার দেশ ।।