Soudamini Shampa

সতীত্ব কি ?
সৌদামিনী শম্পা

প্রায়ই শুনি এবং দেখি , লোকে খুব হা হুতাশ করে , আজকাল সতী নারীর বড্ড অভাব। কারণ আজকাল নাকি সবাই অসতী হয় গেছে। এক্ষেত্রে সতী বলতে তাদেরই বোঝায় হয়তো, যারা ভার্জিন। তার মানে মনটন ওসব ভাঁওতাবাজি। সবাই আসলে শরীরের গল্প বলে। মোদ্দা কথা এই কাঁচা মাংসের প্রথম দখলদার আমি। এ বোধহয় পৌরুষকে তৃপ্ত করে।
শুনেছি, লালবাতিওলা পাড়ায় একেবারে ভার্জিন মেয়েদের খুব ডিম্যান্ড। তাদের নথ ভাঙার দিন নাকি নিলাম হয়, যে বাবু যত বেশি দাম দেবে মেয়ে তার। মানে ওই! প্রথম মাংসে থাবা বসাবো আমি! বিবাহ আর যৌনব্যবসাতে তাহলে মনগত কোনো পার্থক্যই নেই। বেশ্যাখানা হোক বা ফুলশয্যার খাট, পুরুষ সেখানে অছোঁয়া শরীরই খোঁজে, যার প্রথম খরিদ্দার সে।
সতীর কোনো পুংলিঙ্গ নেই। জোর করে কেউ কেউ সৎ বলে। কিন্তু একজন নারীর সতীত্ব বলতে আমরা যা বুঝি পুরুষের সততা মানেও কি তাই? কক্ষনো না। এমনকি এদেশে বেশ্যার ও কোনো পুংলিঙ্গ নেই। সে না হয় ছেলেরা শরীর বেচে না, ওরা ভালো সেই আদিকাল থেকেই। কিন্তু সতীত্ব! এর পুংলিঙ্গ নেই কেন? কারণ ছেলেদের সতীত্ব বলে কিছু হয় না, নাকি ওদের সতীত্ব কোনোকালেই বিচার্য নয়? অথবা এমন নয় তো, যে পুরুষ কোনোকালেই সতী ছিলোই না! যা হয় না, তার আবার বিশেষণ কি??

This Post Has One Comment

  1. Satyen Mondal

    বিতর্কিত বিষয়টায় শুধু সংকীর্ণ আলোচনা হল,নারীর প্রারম্ভিক যৌন মিলনকে গুরুত্ব দেওয়া হল, কিন্তু হিন্দুধর্মে বিবাহিতা যে নারী বহুপুরুষের অনুগামী না হয়ে আপন স্বামীর অনুগামী হয় তাকেই সতী বলা হয়।সীতা সাবিত্রী সেই অর্থে ,তবে ধর্ম ভেদে যুগ ভেদে বিভিন্নতা আছে।

Leave a Reply