থাক, সত্যি বলিস না
সৌদামিনী শম্পা
তুই এসেছিলি, সন্ধ্যে ছিল ভীষণ রকম মিষ্টি।
আজকে তুই যাবার পর, মন খারাপের বৃষ্টি!
আদর সোহাগ ভালোবাসা যত্ন মাখামাখি
অকারণের মান অভিমান, একলাই রাত জাগি!
সব ছোঁয়া কি মিথ্যে ছিল? নিছক অভিনয়?
বলিস না আর! সত্যি শুনতে ভীষন রকম ভয়।
থাক না আমার মিথ্যেগুলো সত্যি ভাবার মোড়কে।
কষ্ট ভীষণ, ভোলার চেষ্টা, অতীত জারানো তোকে!
থাক, সত্যি বলিস না
সৌদামিনী শম্পা