বজ্র ছুঁয়ে দিলে
সৌদামিনী শম্পা
ছোট্ট একটা নদী
স্রোতের বড় আকাল
ঝড় দেখে না, ঢেউ ওঠে না
এক না-চাওয়া নদী।
তোর মধ্যে আকাশ!
কেন অমন তাকাস?
বুকের ভেতর ঘূর্ণিঝড়ে
একুল ওকুল ভাসাস?
তোর বুঝি কেউ নেই?
আমার মতন একা?
বলিসনি তোর বুক ভাঙা সব
ঢেউগুলোদের কথা?
দাঁড়াস না এককোণে,
একটু একলা হয়ে
আমিও ছোঁবো বৃষ্টি হয়ে,
না ছোঁয়া তোর মনে!
কিসের অভিমান?
কিসের একা থাকা,
এই আকাশের সব রঙেরা ,
তোরই মতন একা!
দাঁড়িয়েছিলি তুই
মেঘলা ধূসর কোণে
বজ্র ছুঁলো একখানি হাত
ঝড় উঠলো মনে!
এবার একা কই?
আমরা এখন দুই!
নদী আর মেঘ হয়ে আয়,
দুইজনাকে ছুঁই!