দুটোই অসুখ
সৌদামিনী শম্পা
এই চোখের দিকে তাকিয়োনা, ডুবে যাবে অতলে!
দিশাহীন, শৈবালের দুয়েকটা স্ফীত বুদবুদ আর ছেড়ে আসা অতীতের গন্ধ!
দম আটকে আসতে পারে।
নাকে, মুখে লোনা জলে প্রাণের গন্ধেরা তখনো, তোমার ঠোঁটে আলগা হাসির মত।
দম বন্ধ হয়ে আসবে, ছাড়তে পারবে না তবু সেই ডুবে যাওয়া।
রঙীন হাওয়ারা এসে দেখে যাবে,
কেমন অচেনায় ডুবে ডুবে যায় ইচ্ছেরা!
কেমন করে দুয়েকটা জলফড়িং, বেতের নালের উপর বসে, জলপিপির ডানায় ভেজা ভেজা মন লেগে আছে।
লতানে আগাছা, পা চেপে ধরে ডাক দেবে, “আয়, ডুবে দেখ! মরণেও সুখ”!
তুমি ডুবে মরতে চাইবে, মরে আবার বাঁচতে চাইবে!
মরণ বাঁচন চাই? দুটোই অসুখ!