Soudamini Shampa

প্রেম চাই না আমার
সৌদামিনী শম্পা

আমার ভালোবাসা চাই না, ও যে দেখানো যায় না। পারলে ভালো রেখো।
আমার পাগলামিগুলোকে আদরে আবদারে সহ্য কোরো।
যখন তখন আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছেতে সঙ্গ না দিতে পারলেও দূর থেকে প্রশয়ের চোখে দেখো, কেমন বৃষ্টির ফোঁটা জলতরঙ্গ তুলে যায় আমার শরীরের প্রতিটি কোণে!
মাঝরাতে আমার ফুচকা খেতে ইচ্ছে করলে, বকা না দিয়ে, মাথায় হাত বুলিয়ে বোলো, “কাল ঠিক এনে দেবো”।
মাঝে মাঝে আমরা সূর্য ওঠা দেখবো, মাঝে মাঝে সূর্য ডোবা।
কখনো সারারাত গল্প করে কাটাবো, গরম চায়ে চুমুক দিতে দিতে। কথার থাকবে না কোনো সঠিক দিশা।
কখনো গানে ভিজিয়ে দেবো, আমি কখনো কবিতায় রোদ উঠবে।
চাঁদ অবাক চোখে দেখবে তার নিত্য সঙ্গীদের!
আমার রাগ অভিমান সব কিছুতেই থাকবে তোমার অসীম স্নেহ।
প্রেম চাই না আমার বরং স্নেহে রেখো।
গহনা চাই না আমার বরং শিউলি দিও।
বীর চাই না আমার বরং মানুষ চাই।
প্রেমিক চাই না আমার বরং বন্ধু চাই।
স্বামী চাই না আমার বরং সঙ্গী চাই।
এত শর্ত মেনে আমায় কে আর ভালোবাসবে বলো?
তুমি পারবে কি?

Leave a Reply