Soudamini Shampa

নিক্তি
সৌদামিনী শম্পা

কতবার ভেবেছি প্রেমের গল্প লিখবো,
সবই শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে অভিশাপের অভিধানে।
যতবার ফুল কুড়োতে গেছি, ফিরে এসেছি নুড়ি পাথর আঁচলে কুড়িয়ে।
বড় ভার সে ভরের, যা জীবনের ভরকেন্দ্র বদলে দিয়েছে বারবার।
ভালোবেসে ভালো থাকবার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে নিছক প্রলাপে!
সব কথার অর্থ ঠিকঠাক মাপে বসে না!
বেঢপ ভালোবাসা বড় যন্ত্রনায়, কোনোদিনই হৃদয়ের খাপে বসেনি।
এক হাতে মন, অন্য হাতে নিক্তি নিয়ে বসে আছি!
দেখি কে দাম দিয়ে নিয়ে যায়?

Leave a Reply