Soudamini Shampa

আত্মপ্রেম সৌদামিনী শম্পা

আত্মপ্রেম
সৌদামিনী শম্পা

তুমি আমায় একলা বলো, ভাবো নেহাত একমুখী
আমার মধ্যে নানান রঙের জ্বলছে তখন রং মশাল!
কেউ জানে না
কেউ বোঝে না
বোঝাবার যে দায়টা নেই
একলা আমার রঙীন জগৎ
নানান কাচের সাতনরী
দীপাবলির আলোর ছটা, হাজার রঙের ফুলঝুরি।
যখন নিজের ঠোঁটের হাসি , নিজের বড্ড লাগে ভালো,
দেখবে তখন হাজার দিকে উঠছে জ্বলে লক্ষ আলো।
বলবে চেয়ে নিজের দিকে, “বড্ড তোকে ভালোবাসি”
ওমনি কেমন গোমড়া মুখেও খেলবে রূপোয় ঠিক হাসি!
নিজের প্রেমে ডুবলে তোমার ভাসবার আর নেই উপায়!
তাইতো শুধু নিজের প্রেমেই বারংবার পড়তে হয়।

Leave a Reply