SOURAV DURJOY

দাসের কপাল
-সৌরভ দুর্জয়

সৌরভ দুর্জয়

ঝির ঝির বায়ু এলো বাতায়ন ঠেলে
অনেক বছর গেছে চুপি চুপি ঝরি,
জোটেনি বিশুদ্ধ বায়ু কখনো কপালে
এখন বাতাস আসে;আসে না মজুরি।

মজুরের ভাগ্যে হায়! শুদ্ধ বায়ু নাই
কয়লার কালো ধোয়া ধুলি আর বালি,
তার সাথে যোগ হয় কালি এবং ছাই
এই নিয়ে চুপি চুপি রুটি রুজি খেলি।

কখনো রুটি হারায় বসে থাকি ঘরে
তখন বিশুদ্ধ বায়ু লাগে কিছু গায়,
যদিও ক্ষুধা তখন উপহাস করে
তবুও বিশুদ্ধ বায়ু হাসায় আমায়।

দাসের কপালে আছে অভাবের ছাপ,
সারাদিন খেটে যাবে নাই তার মাফ।

০৩/০৪/২০২০
ফরিদপুর।

সনেট

Leave a Reply