SOURAV DURJOY

পুড়ে মরতে চাই
-সৌরভ দুর্জয়

জোৎস্নার খরায় দগ্ধ শরীরে
বসন্তের ঢেউ খেলে যায়,
তোমার সংলাপে।

মরানদীতে উচ্ছাসের বাণ ডেকে যায়,
ভেসে যেতে ইচ্ছে করে অনেক দুরে,
তোমার পরশে।

আঁধার রাতে জোৎস্না ওঠে
আমার বিরাণ আকাশে,
তোমার হাসিতে।

তবুও কেনো হয়না আলাপ?
পাইনা পরশ?
দেখিনা সেই হাসি?

আমাকে পুড়াতেই যদি ভালোবাসো
তুমি অঙ্গার হয়ে যাও,
আমি পুড়ে মরতে চাই তোমার আগুনে।

১৮।০৯।২০১৭
ফরিদপুর।

Leave a Reply