রোজ রোজ এত লেখা পাই কোথা ?
কবি তুমি বিনা এ নাটকপালা বৃথা ।
কবি লেখা দাও – দাও হে শব্দ সুসন্ধান
মিয়া ফলে জিয়া জ্বলে ফুচকা পরাণ ।
লজ্জা আছে কি কিছু ভিক্ষুক সম্পাদক
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর লোক
জ্যোৎস্না কুড়াতে গেছে নদীর ধারে কবি পাড়ায়
বল তোর সার কথায় কেউ আর মন হারায় ?