Subhadip Dutta Pramanik

লক্ষ্মীবাক্


শুভদীপ দত্ত প্রামানিক

শুভদীপ দত্ত প্রামানিক

অনেকটা কাছাকাছি
বসতে
নেই
ঈশ্বর রাগ করে ।

মায়ের কপালে কপাল ঠেকিয়ে ভারতবর্ষের মানচিত্রের উত্তরপূর্ব দিকে রাখি একশো আটটা ময়ূরের পালক ।

পাখি সুখ , পাখি মুক্তি ।

খাঁচা থেকে বার করে পাখিকে উড়িয়ে দাও , সংসারের কল্যাণ হবে
ভিক্ষা করে ফিরে আসি কুচযুগে
আমার জমি আমার উত্তরাধিকারী ।

সরে সরে
বসে
আছি
অসুর রাগ করবে ।

ঠিকানা :

শুভদীপ দত্ত প্রামানিক
প্রযত্নে : চিরদীপ প্রামানিক
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার
জেলা : বীরভূম
থানা : নানুর
পিন : ৭৩১৩০২

Leave a Reply