
” মা “
সংকলনে
সুভাষ চন্দ্র সূত্রধর
মা হলেন –
বিনে পয়সার উত্তম সেবিকা,
ডিগ্রীহীনা এমবিবিএস ডাক্তার,
বেঁচে থাকার অক্সিজেন সিলিন্ডার।
মা হলেন মায়া-মমতার মহল,
তৃষ্ণার্ত শিশুর পিপাসার জল।
অকৃত্রিম ভালোবাসার সিন্ধু,
পৃথিবীর শ্রেষ্ঠতম বন্ধু,
এবং পরম তত্ত্বের মূল;
এতে নেই কোনো ভুল।
আমি হতে পারি খারাপ ছাত্র,
কুৎসিত কিংবা অনাদরের পাত্র;
কিংবা আমি হতে পারি অত্যন্ত বোকা,
তবুও আমিই মায়ের কাছে শ্রেষ্ঠ খোকা।
সন্তানের সকল দুঃখ কষ্টের গ্যাং,
পৃথিবীর একমাত্র মা সুইস ব্যাংক!
শিশুর নিরাপদ আশ্রয়স্থল মাতৃক্রোড়,
যেথা সে খেলে আনন্দে মাতে বিভোর।
মাতৃআঙ্গিনা হলো শিশুর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ,
সেথায় মা-ই প্রধান শিক্ষক সর্বদাই ফিট।
বোতাম যেমন দেহের শার্টকে রাখে অটুট,
মা তেমন সংসারে সবাইকে রাখেন অটুট।
সন্তান খেতে চাইলে যার মনে লাগে উৎসব;
তিনিই আমার মা অন্নপূর্ণা জগতের সব!