Sujit Chatterjee

মায়ামৃগ
সুজিত চট্টোপাধ্যায়

পথটা হারিয়েই বুঝলাম
পথেই আছি।
কারা যেন হাসলো ব্যঙ্গাত্মক,
ধাক্কায় ফেলে দিলো ধুলায় ,
মাটি ফিসফিসিয়ে বললো
তুমি পথেই আছ , সঙ্গে আছি ।

গাছের শীতলতা , সরোবরের জল
পায়ে চলা সরু আলপথ , একযোগে
গলা মিলিয়ে বললো ,,
একা নও, আমরা সব্বাই আছি , পথে
তোমারই সাথে নিরন্তর।

জ্যোৎস্নার স্নিগ্ধ আলো
সে-ও দিলো নিজেকে ছড়িয়ে আদিগন্ত,
সাথেই আছি , ছায়া সঙ্গী ।

হ্যাঁ , পথেই আছি , পথেই তো আছি
তবুও সংশয় ,,,
নিশানা নির্ভুল কি-না ।
ঠিক তখনই,,,
বন্ধুত্বের আলিঙ্গনে একটি নিশ্চিত আশ্বাস
আদর মাখা স্বরে কানেকানে বললো,,
এসো বন্ধু , ঐ দেখো,, ঐ,,,
কাঙ্ক্ষিত সহৃদয়তা, ভালবাসার পথ।
অনুভবে দেখা দেয় , অন্তরের অন্তস্থলে, মননে।
আমার হাতে হাত রাখো , বিশ্বাসের হাত, চলো,,,
ধ্রুব তারাও আজ পথে , প্রেমের সন্ধানে।।


সুজিত চট্টোপাধ্যায় ।।

This Post Has One Comment

  1. পর্ণা বিশ্বাস

    আসাধারন!! এক কথায় অনবদ্য।

Leave a Reply