Sujit Chatterjee

মনে আছে
সুজিত চট্টোপাধ্যায়।।

মা বললো এবারে মাদুর্গা গজে আসবে।
গজ মানে হাতি, মা ই বলে দিলো।
প্রতিমা এলো যথারীতি লরি তে করে।
আমি কাঁদলাম। হাতি কই এতো সেই লরি !
মা বললো , এতো প্রতিমা , মা নয়।
মা গজেই আসবে। দেখা যাবে না অনুভব করতে হবে।
মনে মনে বললুম ,, আমার লরি ই ভালো , এ বেশ দেখা যায় ।
মা চলে গেল। এখন প্রতি মা তে মা কে দেখি,, অনুভবে ।।

সুজিত চট্টোপাধ্যায় ।।

Leave a Reply