Sujit Chatterjee

সোজাসাপ্টা
সুজিত চট্টোপাধ্যায়

ঠাকুর বলতেন , ভক্ত হ কিন্তু অন্ধ ভক্ত হোস নে।
গুরু কে কেবল দিনে নয় রাতেও দেখবি, বাজিয়ে নিবি। গুরু হলো ঘটক, তাঁর সঙ্গে মিলিয়ে দেয় , বড়ো সহজ কম্ম নয় বাপু ।
গুরু যুগ গত হয়েছে , এখন নেতার যুগ। এখন শিব জ্ঞানে জীব সেবা নয়। এখন সজ্ঞানে আত্ম সেবা। আখের গোছাবার জামানা । যে ভাবে পারো গুছিয়ে নাও। তেলা মাথায় তেল দাও। ভক্তের গদগদ ভাব অভিনয় করে যাও। নেতার বাহন হও। বাহিনী তৈরী করে তাথৈ নেত্য করো। মাথায় আছে পরম গুরু , সেই সব সামলে নেবে সালটে দেবে। দিন দুপুরে স্যুট আউট। বীর ভোগ্যা বসুন্ধরা। নেতার বুলি জগৎ ভুলি। পাঁঠার সামনে কাঁঠাল পাতার মোক্ষম টোপ। চিবোবার স্কোপ না-ই বা রইলো দেখেই সুখ। ভবিষ্যতের আশাভরসা।আহা,, নেতা আমাদের একনিষ্ঠ দেবভক্ত সুতরাং নিঃসন্দেহে দেশভক্ত। এসো সবাই তার জয়জয়কার করে কৃতার্থ হই।
হীরকের রাজা মহান।
চলো ঘন্টা খানেক করে নিত্যনতুন ডালি সাজিয়ে আসর মাতাই , ঠান্ডা ঘরে কফির কাপে চুমুক দিয়ে তারস্বরে গুলতানি করি।আমি ভালো তুমি ভালো নয়। চালাও সাধু সাজার জম্পেশ কম্পিটিশন । সবাই মিলে বলো জয় হো , টিভি বাবা কী জয়।
হাতে রইলো হ্যারিকেন ।
এসো উল্টো করে টাঙানো জাতীয় পতাকার তলায় গলা ছেড়ে জাতীয় সঙ্গীতের খিল্লি ওড়াই। দেশভক্তির জবরদস্ত মুখোশ।
এসো পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে বোকা বন্ধনের শিকল পরা গান ধরি,,
চল রে চল রে চল ,
সামনে পিছনে এগিয়ে চল।
রোককে ভাই সামাল কে। সিট খালি পিছনে এগিয়ে যান,,
হা হা হা হা হা হা

সুজিত চট্টোপাধ্যায়।।

Leave a Reply