Sukanta Pal

গীতিকবিতাঃ তোমার দান
রচনাঃ সুকান্ত পাল
জিতপুর। মুর্শিদাবাদ

১৬/০৯/২০২২

যে কর্মভার করেছো দান করতে যেন পারি
কর্মমুখর এই যে ভুবন সবই তো তোমারি।
দাও হে শক্তি মনের মাঝে
সদাই যেন থাকি কাজে
তোমার দেওয়া কর্মে যেন না হই অহংকারী
যে কর্মভার করেছো দান করতে যেন পারি।

তোমার কাজের যোগ্য করে
নাও না তুমি আমায় গড়ে—
তোমার কর্মযজ্ঞে যেন সামিল হতে পারি
যে কর্মভার করেছো দান করতে যেন পারি।

ভুবনভরা সৃষ্টি তোমার সারি সারি
বিশ্বময় কর্ম তোমার রকমারি
তোমার আশিষ ইচ্ছা বিনা করতে কিছুই নারি
যে কর্মভার করেছো দান করতে যেন পারি।

Leave a Reply