Sukanta Pal

কামনাবহ্নি
সুকান্ত পাল

প্রেম নয়, প্রেম নাই— মনে হয় ভুল
শুধু ভালোবাসি আমি কামনার ফুল।
আকাঙ্ক্ষার ধন তুমি, উদগ্র বাসনার
দেহহীন প্রেম কভু ছিল না আমার।
নীল চাঁদ জোছনায় নীল নদীকূল
নীল রাত নির্জনে কামিনী মুকুল
ছড়াক সুরভি তার চঞ্চলি প্রাণ
প্রতি রাতে পাই যেন তারই আঘ্রাণ ।
অমৃত সুধারস দেহভান্ড ভরে
আকন্ঠ করি পান তৃষিত অন্তরে।
চাই না বৈরাগ্য সাধন মোক্ষ মুক্তি আর
জ্বলুক জ্বলুক শিখা বহ্নি কামনার।

জিতপুর। মুর্শিদাবাদ
১৭/০৯/২০২২

ছড়া – চাঁদের হিসেব
রচনা – সুকান্ত পাল

জিতপুর। মুর্শিদাবাদ
২০/০৯/২০২২

গতকাল সন্ধ্যার হিসেবটা শুনেছো
রাতভর কটা তারা জ্বলেছিল গুনেছো।
ক’টা ছিল লাল তারা ক’টা ছিল হলদি
নীল-সাদা কটা ছিল লিখে রাখো জলদি ।
কাল কেন আকাশেতে চাঁদ ছিল আধখান
ঘ্যাঁচ করে কাটল কে চাঁদটার মাঝখান ।
এই নাও কম্পাস আঁকো চাঁদ আস্ত
পরিধিটা মেপে দেখো গেল কিনা স্বাস্থ্য।
হিসাবেতে মন দাও হাত গোনো ঝটপট
পেনসিলে রেখা টেনে কষ আঁক চটপট।
নোটবুক হাতে রাখো চোখে ধরো দুরবীন
হিসেবটা আপডেট লিখে রেখো হারদিন।

Leave a Reply