” সাক্ষী “
সুমিত রঞ্জন সাহা
একটু একটু করে বেড়ে চলে রাত,বুক জ্বলে সেঁজুতির।
একটু পরেই গ্রাস করে নেবে গাঢ় অন্ধকার।
আজকের রাতটাও অতীত হয়ে যাবে – সকাল হলেই।
কালের বহমানতায় ক্ষণস্থায়ী সবকিছুই।
প্রত্নতাত্ত্বিকেরা মাটি খুঁড়ে বের করে আনে পুরনো ইতিহাস।
ইট,কাঠ,পাথরের ফাঁকে ফাঁকে মেলে কত নরনারীর কাহিনী।
এ কাহিনীতে আছে প্রেম,আছে ভালোবাসা, আছে স্বার্থপরতা, আছে লালসা,আছে যন্ত্রণা,আছে বিশ্বাসঘাতকতা।
কত দীর্ঘশ্বাসে রিক্ত এ কাহিনী,
কত অশ্রু জলে সিক্ত এ কাহিনী।
ইতিহাস মনে রেখে দেয় প্রতিটি কথা।
আজকের দিনটিও অতীত হয়ে যাবে কাল – তা জেনেও
পায়ে পায়ে পথ চলে মানুষ, স্বপ্ন দেখে,
মনে মনে জিইয়ে রাখে আশা – যতক্ষণ পর্যন্ত সেজুতির শিখা জ্বলে।
ইতিহাস ভোলেনা কোন কথা।