
” সোনার হরিণের খোঁজে “
.
সুমিত রঞ্জন সাহা
.
মায়াবী মারীচের ফাঁদে পা দিয়ে ছুটে চলেছি – সেই কৈশোর থেকেই।
তবুও, সোনার হরিণ
অধরাই থেকে যায়।
এ পৃথিবীতে
কোন সম্পর্কই কি স্বার্থ-মুক্ত নয়?
আঘাত লাগলে কি বেআব্রু হয়ে যায়না সব সম্পর্কই ?
‘ প্রকৃত ভালোবাসা ‘ কি বাস্তবে
সোনার পাথর বাটির মতই ?
বুঝেও বোঝেনা মন।
সেই জন্যই হয়তো
ছুটে চলেছি আজও –
মারীচের ফাঁদে পা দিয়ে,
সোনার হরিণের খোঁজে।
