স্পর্শ
সুশান্ত সেন
স্পর্শ করে থাকি সারাদিন
সারাদিন গন্ধ যে বিলাই
দিন চলে গেলে মনে হয়
তুমি নাই , তুমি নাই।
তোমাকে তর্পণ করি রোজ
কোন কিছু ছুতো খুঁজে যাই
পাদ্য অর্ঘ্য পুষ্প মাল্য খানি
সুরে বাজে , বেজেছে সানাই।
বিমূর্ত রূপের মাঝে তুমি
বিলিয়েছ স্বপ্নের মাধুরী
দুঃখ এসে যখন কাঁদায়
একমাত্র তোমাকেই স্মরি।
সুশান্ত সেন
32B শরৎ বসু রোড
কলিকাতা 700020